প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন

শ্রী সম্রাট চৌধুরী ও শ্রী বিজয় সিংহকে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 28 JAN 2024 6:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি ২০২৪

 

প্রধানমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রী সম্রাট চৌধুরী ও শ্রী বিজয় সিংহকেও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স-হ্যান্ডলে লিখেছেন:

“বিহারে এনডিএ সরকার রাজ্যের উন্নয়ন ও এখানকার মানুষের আকাঙ্ক্ষা পূরণে কোনো খামতি রাখবে না।

শ্রী নীতীশ কুমার-কে মুখ্যমন্ত্রী এবং শ্রী সম্রাট চৌধুরী ও শ্রী বিজয় সিংহ কে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা।

আমার বিশ্বাস, এই সরকার একাগ্রচিত্তে বিহারে আমার পরিবার-জনদের সেবা করবে।”

 

*****


SSS/RS


(रिलीज़ आईडी: 2169724) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam