প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নৌ-সেনা প্রধানের শ্রীলঙ্কা সফর

Posted On: 22 SEP 2025 9:15AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

নৌ-সেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ২২ – ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শ্রীলঙ্কা সফর করছেন।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হরিণী অমরসূর্য, তিন বাহিনীর প্রধান এবং শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সামগ্রিকভাবে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা, বিশেষত সমুদ্র সুরক্ষা এবং প্রশিক্ষণের বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পাবে।
ভারতের নৌ-সেনা প্রধান কলম্বোয় গল ডায়ালগ ২০২৫ – ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারেন্সে যোগ দেবেন। এ বছর আলোচনার বিষয়বস্তু ‘মেরিটাইম আউটলুক অফ দ্য ইন্ডিয়ান ওশন আন্ডার চেঞ্জিং ডায়ানামিক্স’। 
ভারত এবং শ্রীলঙ্কার নৌ-বাহিনী নিয়মিত যোগাযোগ রেখে চলে ও যৌথ মহড়ায় সামিল হয়ে থাকেন। এক্ষেত্রে শ্রীলঙ্কা – ইন্ডিয়া নাভাল এক্সারসাইজ, প্রশিক্ষণ সংক্রান্ত উদ্যোগ ইত্যাদি বিশেষভাবে উল্লেখ্য। 
ভারতের ‘মহাসাগর’ কর্মসূচিতে শ্রীলঙ্কার বিশেষ গুরুত্ব রয়েছে। ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুস্থিতির লক্ষ্যে নতুন দিল্লি এবং কলম্বো যৌথভাবে প্রয়াসী। 

 

 

SC/AC/SB…


(Release ID: 2169463)