প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী গুরু গোবিন্দ সিং জি এবং মাতা সাহেব কৌর জি-র অমূল্য ও পবিত্র ‘জোরে সাহিব’-এর সংরক্ষণ ও যথাযথ প্রদর্শনের প্রস্তাব দিতে আসা শিখ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 19 SEP 2025 4:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ  শিখ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের এক  প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা শ্রী গুরু গোবিন্দ সিং জি এবং মাতা সাহেব কৌর জি-র অমূল্য ও পবিত্র ‘জোরে সাহিব’-এর সংরক্ষণ ও যথাযথ প্রদর্শন নিয়ে প্রস্তাবগুচ্ছ তাঁর হাতে তুলে দেন।  শ্রী মোদী বলেন, ‘জোরে সাহিব’-এর মতো পবিত্র পুরাণিদর্শন মহিমান্বিত শিখ ইতিহাসের এক পবিত্র অংশ এবং তা দেশের সাংস্কৃতিক গরিমার অঙ্গ। 

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরির কথা প্রসঙ্গে শ্রী মোদী জানান :

“শিখ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতে আমি খুশি। তাঁরা আমাকে শ্রী গুরু গোবিন্দ সিং জি এবং মাতা সাহেব কৌর জি-র অমূল্য ও পবিত্র ‘জোরে সাহিব’-এর সংরক্ষণ ও যথাযথ প্রদর্শনের জন্য প্রস্তাবগুচ্ছ দিয়েছেন। তা আমাদের রাষ্ট্রের সাংস্কৃতিক গরিমার অঙ্গস্বরূপ।

এই পবিত্র স্মৃতিচিহ্ন আগামী প্রজন্মকে শ্রী গুরু গোবিন্দ সিং জি-র সাহসিকতা, ন্যায়পরায়নতা, ন্যায় বিচার এবং সামাজিক ঐক্যের পথে অনুপ্রাণিত করবে।”

 


SC/AB/NS…


(रिलीज़ आईडी: 2168590) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam