প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর-কে পুনর্নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানালেন

Posted On: 10 SEP 2025 6:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর-কে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী উল্লেখ করেছেন যে ভারত নরওয়ের সঙ্গে সব ক্ষেত্রেই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এক্স-এ একটি পোস্টে শ্রী মোদী লিখেছেন:

“প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর-কে পুনর্নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন। ভারত ও নরওয়ের মধ্যে সব ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও মজবুত করতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।
@jonasgahrstore”

 

SC/PK


(Release ID: 2165499) Visitor Counter : 2