নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

উপ-রাষ্ট্রপতি নির্বাচন ২০২৫

Posted On: 10 SEP 2025 5:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৫ 

 

কমিশন পয়লা অগাস্ট, ২০২৫ তারিখে বিজ্ঞপ্তি জারি করে সপ্তদশ উপ-রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করেছিল। ০৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখটি ভোট গ্রহণ এবং ভোট গণনার দিন হিসেবে নির্ধারিত হয়। নতুন দিল্লির সংসদ ভবনের প্রথম তলে কক্ষ নম্বর – এফ ১০১ বসুধায় এই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। বৈধ ৭৮১ জন ভোটদাতার মধ্যে ৭৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি ব্যালট বাতিল হয়ে যায়। নির্বাচনের রিটার্নিং অফিসার অর্থাৎ রাজ্যসভার মহাসচিব ভোট গণনার পর, শ্রী সি পি রাধাকৃষ্ণন’কে ঐ দিনই ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। প্রক্রিয়াটি শুরু হয় ০৭ অগাস্ট, ২০২৫ তারিখে গেজেট বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে। প্রক্রিয়াটি সম্পন্ন হয়, আজ অর্থাৎ ১০ সেপ্টেম্বর শ্রী সি পি রাধাকৃষ্ণন’কে ভারতের পঞ্চদশ উপ-রাষ্ট্রপতি হিসেবে শংসাপ্রদানের মাধ্যমে। এই শংসাপত্রে স্বাক্ষর করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং নির্বাচন কমিশনার ডঃ বিবেক যোশী। এই শংসাপত্রটি পরবর্তী উপ-রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিন পাঠ করা হবে। 
কমিশন এই নির্বাচনের সঙ্গে যুক্ত রিটার্নিং অফিসার, পর্যবেক্ষক, দিল্লি পুলিশ এবং সিআরপিএফ কর্মীদের দক্ষভাবে কর্মসম্পাদনের বিষয়টি সপ্রশংসভাবে নথিবদ্ধ করেছে। 

 

SC/AC/SB


(Release ID: 2165498) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi , Malayalam