প্রধানমন্ত্রীরদপ্তর
শিক্ষক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর দেশবাসীকে শুভেচ্ছা
Posted On:
05 SEP 2025 8:36AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিক্ষক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, সুকুমারমতী ছাত্রছাত্রীদের গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা, উন্নত ও শক্তিশালী ভবিষ্যতের ভিত হিসেবে কাজ করে। “আমরা বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিত্ব ও শিক্ষক ডঃ এস রাধাকৃষ্ণনের জীবন ও চিন্তাধারাকে তাঁর জন্মদিনে স্মরণ করি।”
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“#TeachersDay উপলক্ষ্যে কঠোর পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা জানাই! সুকুমারমতী ছাত্রছাত্রীদের গড়ে তুলতে তাদের নিষ্ঠা, উন্নত ও শক্তিশালী ভবিষ্যতের ভিত হিসেবে কাজ করে। তাঁদের অধ্যবসায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিত্ব ও শিক্ষক ডঃ এস রাধাকৃষ্ণনের জীবন ও চিন্তাধারাকে তাঁর জন্মদিনে স্মরণ করি।”
SC/CB/DM
(Release ID: 2164199)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam