রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর
Posted On:
04 SEP 2025 7:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৫
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী লরেন্স ওং-কে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও সিঙ্গাপুর পরস্পরের গুরুত্বপূর্ণ অংশীদার।
রাষ্ট্রপতি বলেন, এই বছরটির বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এই বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বর্ষপূর্তি। এই বছরের জানুয়ারিতে ভারত সফরে এসেছিলেন প্রেসিডেন্ট থরমন। কয়েক সপ্তাহ আগে ভারত-সিঙ্গাপুর তৃতীয় মন্ত্রিস্তরীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন ৬ জন মন্ত্রী সহ সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর মধ্যে বৈঠকের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে আজ স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির ফলে সবুজ অর্থনীতি, মহাকাশ, অসামরিক বিমান পরিবহন, ফিন-টেক এবং দক্ষতা উন্নয়নের মত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
রাষ্ট্রপতি বলেন, ভারতে সিঙ্গাপুরের বিনিয়োগ ক্রমশ বাড়ছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।
SC/MP/NS…
(Release ID: 2164132)
Visitor Counter : 2