রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি মিলাদ-উন-নবীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

Posted On: 04 SEP 2025 6:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মিলাদ-উন-নবীর প্রাক্কালে তাঁর বার্তায় বলেছেন:

“পয়গম্বর হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন ‘মিলাদ-উন-নবী’ হিসেবে পালিত হয়। এই উপলক্ষে আমি সমস্ত দেশবাসীকে, বিশেষত আমাদের মুসলিম ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

পয়গম্বর মুহাম্মদ (সা.) মানুষকে ঐক্য ও মানবসেবার বার্তা দিয়েছেন। এই উৎসব আমাদের তাঁর শিক্ষাকে আত্মস্থ করতে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি জোরদার করতে অনুপ্রাণিত করে।

এই পবিত্র দিনে আসুন আমরা পয়গম্বর মুহাম্মদ (সা.)-এর শিক্ষায় অনুপ্রাণিত হয়ে প্রেম ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য সচেষ্ট হই।”

রাষ্ট্রপতির বার্তাটি পড়ার জন্য এখানে ক্লিক করুন:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc202594628201.pdf

 

 

SC/PK..


(Release ID: 2164031) Visitor Counter : 2