বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫-২৬ খরিফ মরশুমে তুলোর ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

Posted On: 03 SEP 2025 10:53AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০২৫


নতুন দিল্লিতে ২ সেপ্টেম্বর এর উচ্চ পর্যায়ের বৈঠকে পয়লা অক্টোবর শুরু হতে চলা ২০২৫-২৬ খরিফ মরশুমে তুলোর ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। উপস্থিত ছিলেন বস্ত্র মন্ত্রকের সচিব নীলম শামি রাও সহ উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিকরা।
শ্রী গিরিরাজ সিং বলেন, তুলো চাষীদের স্বার্থরক্ষায় সরকার দায়বদ্ধ। সরকারি ক্রয় ব্যবস্থা বিঘ্নহীন করে তোলা হবে। ডিজিটাল ব্যবস্থাপনার আরও প্রয়োগের মাধ্যমে সমৃ্দ্ধ তুলো পরিমন্ডল গড়ে তোলা হবে বলেও তিনি জানান। 
সরকারের ডিজিটাল ভারত কর্মসূচি অনুযায়ী বর্তমানে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের পণ্য কেনার প্রক্রিয়াটি বর্তমানে অনেকটাই ডিজিটাল এবং মুখাবয়বহীন। প্রক্রিয়াটি আরও কৃষককেন্দ্রিক করে তুলতে ক্রয় কেন্দ্র গঠনের ক্ষেত্র নির্দিষ্ট বিধি জারি হয়েছে। তুলো চাষের এলাকা, সমবায়ের মাধ্যমে মজুত ব্যবস্থা, প্রক্রিয়াকরণের ব্যবস্থা প্রভৃতির লভ্যতা অনুয়ায়ী এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেসব রাজ্যে তুলো উৎপাদন বেশি হয় সেখানে এবার রেকর্ড ৫৫০ টি ক্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এবছরের মরশুম থেকেই কৃষকদের আধারভিত্তিক স্বনিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। এই কাজে সহায়ক হয়ে উঠবে নতুন ‘কাপাস – কিষাণ’ মোবাইল অ্যাপ। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে। এসএমএস মারফৎ তা জানিয়েও দেওয়া হবে। 
অভাব অভিযোগের নিরসনের জন্য প্রতিটি কৃষি সমবায় বিপণন কেন্দ্রে স্থানীয় নজরদারি কমিটি গড়ে তোলা হবে। এছাড়াও থাকছে প্রাদেশিক ও কেন্দ্রীয় স্তরে হেল্পলাইন।
 


SC/AC/SG


(Release ID: 2163287) Visitor Counter : 2