স্বরাষ্ট্র মন্ত্রক
জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মুতে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Posted On:
01 SEP 2025 7:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর ২০২৫
জম্মুতে আজ এক বৈঠকে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহা সহ কেন্দ্র ও জম্মু-কাশ্মীর প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
অমরনাথ যাত্রা নির্বিঘ্ন রাখায় সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলির প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসহীন নীতি নিয়ে চলছে এবং জম্মু-কাশ্মীর থেকে সন্ত্রাসবাদের মূলোচ্ছেদে নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন।
জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক হড়পা বানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও উদ্ধারে নিরাপত্তাবাহিনী যেভাবে কাজ করেছে তাও প্রশংসনীয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন। ওই অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনী সব ধরনের সহায়তা করবে বলে তিনি আশ্বাস দেন।
SC/AC/AS
(Release ID: 2162996)
Visitor Counter : 10
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada