রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং-এর হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

Posted On: 01 SEP 2025 5:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ কর্ণাটকের মাইসুরুতে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং-এর হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। 

ভাষণে তিনি বলেন, অন্য সব শারীরিক সমস্যার মতোই কথা বলা ও শোনার অসুবিধার বিষয়টির প্রাথমিক লক্ষণগুলি শুরুতেই চিহ্নিত হওয়া দরকার। এই ধরনের অসুবিধায় ভোগা মানুষের প্রতি অন্যদের সংবেদনশীল হওয়া উচিত বলে তিনি মনে করিয়ে দেন। এই সব ক্ষেত্রে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। 

তিনি আরও বলেন, দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং বা এআইআইএসএইচ উদাহরণ হয়ে উঠুক – এমনটাই কাম্য। শিশুদের জন্য এই প্রতিষ্ঠানের ‘ইনক্লুসিভ থেরাপি পার্ক’ দেশের অন্য প্রতিষ্ঠানগুলির পাশাপাশি বিদেশের বিভিন্ন সংস্থার সামনেও আদর্শ। ‘এআইআইএসএইচ আরোগ্য বাণী’-ও কথা বলা ও শোনার মতো সংযোগের অক্ষমতা সম্পর্কে সচেতনতা প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছে বলে রাষ্ট্রপতির মন্তব্য। 

অন্য সব ক্ষেত্রের মতো এই সব শারীরিক অসুবিধার চিকিৎসায় প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। এই কাজে সহায়ক সরঞ্জামের অভ্যন্তরীণ উৎপাদনে গতি আসলে সাধারণ মানুষের কাছে তার সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। এআইআইএসএইচ-এর মতো প্রতিষ্ঠানের উদ্ভাবনমূলক কর্মকান্ডে আরও বেশি সামিল হওয়া এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার – এমনটাই মনে করেন তিনি। 

ভিন্নভাবে সক্ষম বা দিব্যাঙ্গদের সুবিধার্থে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উঠে আসে রাষ্ট্রপতির বক্তব্যে। এপ্রসঙ্গে তিনি ‘সুগম্য ভারত অভিযান’-এর কথা বলেন। জনপরিসর ব্যবহারে ভিন্নভাবে সক্ষমরা যাতে অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতে সরকার দায়বদ্ধ বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। 

প্রতিষ্ঠানে চিকিৎসাধীন শিশুদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন রাষ্ট্রপতি। কথা বলেন সেই সব দিব্যাঙ্গজনের সঙ্গে, যাঁরা এখানে চিকিৎসার পর কাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। 
 

 

SC/AC/AS


(Release ID: 2162994) Visitor Counter : 2