স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আহমেদাবাদে ডায়াল 112 – এর আওতায় জনরক্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন
Posted On:
31 AUG 2025 10:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অগাস্ট, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ গুজরাটের আহমেদাবাদে ডায়াল 112 – এর আওতায় চালু হওয়া জনরক্ষক প্রকল্পগুলির উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভুপেন্দ্র প্যাটেল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী হর্ষ সাংভি সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, রাজ্য সরকারের স্বরাষ্ট্র বিভাগ 112 জনরক্ষক প্রকল্পের মাধ্যমে গুজরাটের নিরাপত্তা নিশ্চিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এই প্রকল্প চালুর পাশাপাশি, গুজরাট পুলিশ হাউসিং কর্পোরেশন ২১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাড়ি ও অফিসের উদ্বোধনও করা হয়েছে। শ্রী শাহ বলেন, তাঁর কাছে মানসার থানাটি বিআইএস শংসাপত্র পাওয়ার বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, তিনি এখানেই জন্মগ্রহণ করেছেন ও বড় হয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এই 112 প্রকল্পটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এক দূরদর্শী উদ্যোগ। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে, নাগরিকদের অধিকার রক্ষা করতে এটি বিশেষ সহায়তা প্রদান করবে।
শ্রী শাহ বলেন, ডায়াল 112 জনরক্ষক কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে এবং ২৪X৭ কার্যকর থাকবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পুলিশকে স্মার্ট পুলিশিং ব্যবস্থার অন্তর্ভুক্ত করার আহ্বান গুজরাট দারুণভাবে বাস্তবায়িত করেছে বলে তিনি উল্লেখ করেন।
শ্রী শাহ বলেন, গুজরাট দেশের সবচেয়ে সংবেদনশীল সীমান্ত রাজ্যগুলির মধ্যে একটি। গুজরাটের সমুদ্র উপকূলের নিরাপত্তা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। বিরোধী দলগুলির শাসনকালে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা যায়, এমন অনেক ঘটনায় গুজরাটের সীমান্ত দিয়ে হয়েছে। কিন্তু, তাঁর দল ক্ষমতায় আসার পর এবং বিশেষ করে শ্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে গুজরাট সরকার এই রাজ্যের সীমান্তকে শত্রুদের জন্য দূর্ভেদ্য করে তোলার কাজ করেছে।
শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ১১ বছরের শাসনকালে কেবল ভারতেই নয়, সমগ্র বিশ্বের কাছে এটি প্রতিষ্ঠিত হয়েছে যে, ভারতের সেনাবাহিনী ও সীমান্ত এলাকায় কোনোভাবেই হস্তক্ষেপ করা যাবে না। মোদী সরকার প্রতিবারই পাকিস্তানকে যথাযোগ্য শিক্ষা দিয়েছে। তিনি বলেন, অপারেশন সিঁদুর জঙ্গী হামলার মূলচক্রীদের এক উচিৎ শিক্ষা দিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, গত ১১ বছরে দেশের উত্তর-পূর্বাঞ্চল, নকশাল প্রভাবিত এলাকা এবং কাশ্মীর এই তিনটি হটস্পটে জঙ্গী ও সশস্ত্র গোষ্ঠীগুলিকে উচিৎ শিক্ষা দিয়েছে মোদী সরকার। তিনি আবারও জোর দিয়ে বলেন যে, ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণ নির্মূল করাই মোদী সরকারের সংকল্প।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আহমেদাবাদে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি ঐ শহরের কূলদেবী শ্রী ভদ্রকালী মাতার প্রাচীন মন্দির পরিদর্শন ও পূজা করেন। তিনি ‘সর্দার বাগ’ নামে একটি বাগিচারও উদ্বোধন করেন।
SC/PM/SB
(Release ID: 2162582)
Visitor Counter : 5