প্রধানমন্ত্রীরদপ্তর
তথ্য তালিকা : ভারত-জাপান আর্থিক সুরক্ষা সহযোগিতা
Posted On:
29 AUG 2025 8:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০২৫
ভারত-জাপান বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের ভিত্তি হল, দুই দেশের পরস্পরের প্রতি মূল্যবোধ এবং সম্ভ্রম। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল স্তম্ভ হল, আর্থিক সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা।
ভারত এবং জাপান দুই দেশই প্রাণবন্ত গণতন্ত্র এবং মুক্ত বাজার অর্থনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ।
কৌশলগত বাণিজ্য এবং প্রযুক্তি সহ সরকারি স্তরের পাশাপাশি আর্থিক সুরক্ষার ক্ষেত্রে মত বিনিময়ের মাধ্যমে ভারত ও জাপান বিদেশ নীতি এবং সুরক্ষা নীতি নির্ধারণ করে থাকে।
সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো গড়ে তোলা, গুরুত্বপূর্ণ প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারত ও জাপান অঙ্গীকারবদ্ধ।
দুই দেশ সেমিকন্ডাক্টর, বিরল ধাতু, ওষুধ, পরিবেশ বান্ধব শক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।
দুই দেশের আর্থিক সুরক্ষার স্বার্থে ভারত ও জাপান সরকার বেসরকারি ক্ষেত্রকে সহায়তা করছে।
আর্থিক সুরক্ষা সংক্রান্ত বেসরকারি ক্ষেত্রে পারস্পরিক মত বিনিময়কে স্বাগত জানিয়েছে ভারত ও জাপান। সরকারি ও বেসরকারি ক্ষেত্রের হাত ধরে দুই দেশ অগ্রগতির পথে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। এক্ষেত্রে এগিয়ে এসেছে দুই দেশের বণিকসভাগুলি।
সেমিকন্ডাক্টর
সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলকে এগিয়ে নিয়ে যেতে ভারতের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং জাপানের আর্থিক বাণিজ্য ও শিল্প মন্ত্রক ২০২৩-এর জুলাই মাসে ভারত-জাপান সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল অংশীদারিত্ব সংক্রান্ত সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে।
দুই দেশ আর্থিক সুরক্ষায় বেসরকারি ক্ষেত্রের ভূমিকার প্রশংসা করেছে।
o গুজরাটের সানন্দ-এ সি জি পাওয়ারের সঙ্গে সেমিকন্ডাক্টর সংস্থা গড়ে তুলেছে জাপানের রেনেসাস ইলেক্ট্রনিক্স।
o মে ২০২৫-এ রেনেসাস এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং-এর মধ্যে দুটি মউ স্বাক্ষরিত হয়। এই মউ-এর ফলে শিল্প ও শিক্ষার মধ্যে যোগসূত্র তৈরি হবে এবং স্থানীয় স্টার্টআপগুলি প্রযুক্তিগত অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
বিরল ধাতু
অংশীদারিত্বের মাধ্যমে বিরল ধাতু সরবরাহ শৃঙ্খলকে মজবুত করতে ভারত ও জাপান একযোগে কাজ করে চলেছে।
২০২৫-এর অগাস্টে বিরল ধাতু সংক্রান্ত এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারতের খনি মন্ত্রক এবং জাপানের আর্থিক বাণিজ্য ও শিল্প মন্ত্রক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিকাঠামো ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে এনইসি এবং রিলায়েন্স জিও।
২০২২-এর মে মাসে ভারতের যোগাযোগ মন্ত্রক এবং জাপানের এমআইসি-র মধ্যে সপ্তম ভারত-জাপান আইসিটি যৌথ কর্মীগোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়।
জাপান আইসিটি তহবিল (জেআইসিটি) এবং জাপান ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)-এর মাধ্যমে যৌথ প্রকল্পগুলিতে সহযোগিতাকে আরও জোরদার করা হবে।
পরিবেশ বান্ধব শক্তি
অগাস্ট ২০২৫-এ অনুষ্ঠিত ১১তম ভারত-জাপান এনার্জি ডায়ালগকে স্বাগত জানিয়েছে দুই দেশ।
যৌথ ক্রেডিটিং মেকানিজম (জেসিএম)-এর ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতার চুক্তিকে দুই দেশ স্বাগত জানিয়েছে।
বিশ্ব জৈব জ্বালানি জোটের মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে জৈব জ্বালানি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।
পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগকে দুই দেশ স্বাগত জানিয়েছে।
আসামে বাঁশ-ভিত্তিক বায়োইথানল উৎপাদন প্রকল্পে ৬০ বিলিয়ন ইয়েনের একটি ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে জেবিআইসি এবং পাওয়ার ফাইনান্স কর্পোরেশন লিমিটেড।
বৈজ্ঞানিক সহযোগিতা
চলতি বছরে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন বিনিময় বর্ষ উদযাপন করছে ভারত ও জাপান।
২০২৫-এর জুনে ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ১১তম যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে এআই, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন প্রযুক্তি এবং মহাকাশের মতো প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। ভারত এবং জাপান এআই সহযোগিতা উদ্যোগে সামিল হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কোম্পানির মধ্যে এআই-এর ক্ষেত্রে কৌশলগত বোঝাপড়া, যৌথ গবেষণা ত্বরান্বিত হবে।
সেমিকন্ডাক্টর, এআই, ডিজিটাল গণ পরিকাঠামো, গবেষণা ও উন্নয়ন, স্টার্টআপ সহ ডিজিটাল ক্ষেত্রে ডিজিটাল অংশীদারিত্ব ২.০ সমঝোতা চুক্তির পুনর্নবীকরণ করেছে ভারত ও জাপান।
স্নাতকোত্তর এবং ডক্টরেট পড়ুয়া সহ ভারতীয় ছাত্রছাত্রীদের জাপানে আধুনিক প্রযুক্তি গবেষণার কাজে সহায়তার মাধ্যমে দুই দেশের মানব সম্পদ বিনিময়কে শক্তিশালী করা হচ্ছে।
ওষুধ
জাপানের কৌশলগত আন্তর্জাতিক সহযোগিতামূলক গবেষণা কর্মসূচির আওতায় স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা সহযোগিতা সংক্রান্ত এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবে জাপান এজেন্সি ফর মেডিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
সমমনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে মিলিতভাবে একটি সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে ভারত ও জাপান।
ক্ষুদ্র ও মাঝারি ওষুধ শিল্পে জাপানী ঋণের ব্যবস্থা করবে জেবিআইসি।
অংশীদারিত্বের প্রসার
আন্তর্জাতিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আর্থিক স্বার্থ রক্ষায় ভারত ও জাপান একযোগে কাজ করছে এবং আর্থিক সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে দুই দেশ অঙ্গীকারবদ্ধ। দুই দেশের সরকার, শিল্প এবং শিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করা হবে।
SC/MP/NS
(Release ID: 2162382)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam