যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক জাতীয় যুবা পুরস্কার ২০২৪-এর জন্য মনোনয়ন জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে

Posted On: 25 AUG 2025 1:44PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৫ অগাস্ট, ২০২৫

 

ভারত সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড (এনইউএ) ২০২৪-এর জন্য মনোনয়ন জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এই পুরস্কারের লক্ষ্য ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবাদের জাতীয় উন্নয়ন অথবা সামাজিক কাজের ক্ষেত্রে উৎকর্ষতা অর্জনে অনুপ্রেরণা দেওয়া ;  তরুণ – তরুণীদের সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে ভালো নাগরিক হওয়ার জন্য নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহিত করা ; এবং যুব সমাজকে সঙ্গে নিয়ে জাতীয় উন্নয়ন এবং /  অথবা সমাজ সেবায় ভালো কাজ করার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাকে স্বীকৃতি দেওয়া।

সাধারণত এই পুরস্কার দেওয়া হয় জাতীয় যুব উৎসবে কোনও ব্যক্তি এবং সংস্থাকে। ব্যক্তিগত ক্ষেত্রে ২০ টি পর্যন্ত এবং সংস্থার ক্ষেত্রে ৫ টি পুরস্কার দেওয়া হয়।

ব্যক্তিগত বিভাগে এক লক্ষ টাকা পুরস্কার মূল্য এবং একটি পদক, একটি শংসা পত্র দেওয়া হয়। স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে ৩ লক্ষ টাকার সঙ্গে একটি পদক ও একটি শংসা পত্র দেওয়া হয়। 

 https://awards.gov.in পোর্টালের মাধ্যমে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৫। বিস্তারিত নির্দেশিকা এবং যোগ্যতার শর্তাবলি পাওয়া যাবে পোর্টালে।

 

SC/AP /SG


(Release ID: 2160589)