প্রধানমন্ত্রীরদপ্তর
২৫-২৬ অগাস্ট গুজরাত সফরে প্রধানমন্ত্রী
Posted On:
24 AUG 2025 1:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ অগাস্ট ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫-২৬ অগাস্ট গুজরাট সফর করবেন। ২৫ অগাস্ট সন্ধে ৬টা নাগাদ তিনি আহমেদাবাদের খোডালধাম গ্রাউন্ডে ৫,৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
২৬ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী আহমেদাবাদের হংসলপুরে ১০০টি দেশে ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি রপ্তানির সূচনা করবেন।
পরিকাঠামো উন্নয়নে ১,৪০০ কোটি টাকার বেশ কয়েকটি রেল প্রকল্প তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই রেল প্রকল্পগুলি চালু হলে, সংশ্লিষ্ট এলাকার মানুষ, পর্যটক এবং ব্যবসায়ীদের যাতায়াত অনেক সহজ হবে। সেই সঙ্গে আর্থিক সমৃদ্ধি ঘটবে।
আমেদাবাদ, মেহসানা এবং গান্ধীনগরে বিদ্যুৎ বন্টন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এক হাজার কোটি টাকার এই প্রকল্পে প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুতের সমস্যা কমবে, সেই সঙ্গে মানুষের নিরাপত্তা ও ট্রান্সফর্মারের সুরক্ষা বৃদ্ধি পাবে।
২৬ অগাস্ট আমেদাবাদের হংসলপুরে সুজুকি মোটর প্ল্যান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সুজুকির প্রথম ব্যাটারি ইলেক্ট্রিক ভেহিকেল "ই ভিতারা"র উদ্বোধন করবেন তিনি। ভারতের তৈরি এই গাড়ি ইউরোপ, জাপান সহ ১০০টিরে বেশি দেশে রপ্তানি করা হবে। এর ফলে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে সুজুকির আন্তর্জাতিক উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে ভারত।
গুজরাতে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির একটি প্ল্যান্টেরও উদ্বোধন করবেন শ্রী মোদী।
SC/MP/AS
(Release ID: 2160358)
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam