তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

থাইল্যান্ডে অনুষ্ঠিত ২৩তম সাধারণ সম্মেলনে ভারত এআইবিডি-র নির্বাহী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে

Posted On: 22 AUG 2025 5:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ আগস্ট, ২০২৫

 

একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে, থাইল্যান্ডের ফুকেটে ১৯-২১ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত ২৩তম এআইবিডি সাধারণ সম্মেলনে সর্বোচ্চ ভোট পেয়ে ভারত এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি)-এর নির্বাহী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ ভারত সর্বশেষ ২০১৬ সালে এআইবিডি-র নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত ছিল। এই পরিবর্তনের মাধ্যমে, এআইবিডি-র মধ্যে ভারতের নেতৃত্বের ভূমিকা আরও জোরদার হয়েছে, যদিও এআইবিডি-র সাধারণ সম্মেলনের সভাপতি হিসেবে বর্তমান মেয়াদ ২০২৫ সালের আগস্ট পর্যন্ত অব্যাহত রয়েছে।

এই উপলক্ষে, প্রসার ভারতীর সিইও এবং এআইবিডি-র জেনারেল কাউন্সিলের সভাপতি শ্রী গৌরব দ্বিবেদী সমস্ত সদস্য দেশ এবং সংস্থাগুলিকে তাদের অব্যাহত আস্থা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে তিনি বলেন:

“আমরা ভারতের নেতৃত্বের উপর আস্থা রাখার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। গত পাঁচ দশক ধরে, আমরা এআইবিডি-র মধ্যে বিভিন্ন পদে একটি দল হিসেবে কাজ করেছি এবং ভবিষ্যতে এআইবিডি-র কর্মসূচি এবং উদ্যোগগুলি সঞ্চালিত করার ক্ষেত্রে সম্মিলিতভাবে এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে এই সহযোগিতা অব্যাহত রাখার জন্য আমরা উন্মুখ।”

তিনি সকল নবনির্বাচিত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং AIBD-কে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এআইবিডি সম্পর্কেঃ 
১৯৭৭ সালে ইউনেসকো-র পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত, এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) একটি অনন্য আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা। বর্তমানে ৪৫টি দেশের ৯২টিরও বেশি সদস্য সংগঠন রয়েছে, যার মধ্যে রয়েছে:
* ৪৮টি জাতীয় সম্প্রচারক দ্বারা প্রতিনিধিত্ব করা ২৬টি সরকারি সদস্য
* এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ, আফ্রিকা, আরব দেশ এবং উত্তর আমেরিকা জুড়ে ২৮টি দেশ ও অঞ্চল থেকে ৪৪টি অ্যাফিলিয়েট সদস্য
ভারত এআইবিডি-র প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রসার ভারতী ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার সংস্থাটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করে।

২৩তম এআইবিডি সাধারণ সম্মেলন (জেনারেল কাউন্সিল ২০২৫) সম্পর্কেঃ 
শ্রী গৌরব দ্বিবেদীর সভাপতিত্বে এআইবিডি-র ২৩তম সাধারণ সম্মেলন এবং সহযোগী সভা থাইল্যান্ডের ফুকেটে সফলভাবে শেষ হয়েছে। সম্মেলনটি ইলেকট্রনিক মিডিয়ার আন্তর্জাতিক অংশীদারদের একত্রিত করেছে এবং নীতি বিনিময় এবং রিসোর্স শেয়ারিং বা সম্পদ বিনিময়ের মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি প্রাণবন্ত এবং সহযোগিতামূলক মিডিয়া পরিবেশ গড়ে তোলার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। চলতি বছরের থিম বা মূলভাবনা ছিল "মানুষের জন্য সংবাদমাধ্যম, শান্তি ও সমৃদ্ধি"।

এই মর্যাদাপূর্ণ নিয়োগ আবারও সম্প্রচারের ক্ষেত্রে ভারতের নেতৃত্বের প্রতি বিশ্বব্যাপী আস্থার প্রতিফলন ঘটায় এবং বিশ্বব্যাপী সংবাদমাধ্যম উন্নয়নে ভারতের আরও কৌশলগত এবং প্রভাবশালী ভূমিকা পালনের জন্য মঞ্চ তৈরি করে। 

 

SC/SB/DM


(Release ID: 2160159)