মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

৬ লেনের ভুবনেশ্বর বাইপাস (১১০.৮৭৫ কিমি) নির্মাণে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 19 AUG 2025 3:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ অগাস্ট, ২০২৫ 

 

ওড়িশার ভুবনেশ্বরে হাইব্রিড অ্যানুইটি মোড (এইচএএম)-এ ১১০.৮৭৫ কিমি দীর্ঘ ৬ লেনের ভুবনেশ্বর বাইপাস (ক্যাপিটাল রিজিয়ন রিং রোড) নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর জন্য খরচ হবে ৮৩০৭.৭৪ কোটি টাকা। 
বর্তমানে রামেশ্বর থেকে টাঙ্গি পর্যন্ত জাতীয় মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে থাকে। এই সড়কটি খুর্দা, ভুবনেশ্বর এবং কটকের মধ্য দিয়ে গিয়েছে। এই সমস্যা কাটাতে ৬ লেনের গ্রিনফিল্ড হাইওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে, যানজট কমবে। সেইসঙ্গে, যান চলাচলে গতি আসবে। পাশাপাশি, পণ্য পরিবহণের খরচ কমবে এবং ঐ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। 

এই বাইপাসের সঙ্গে কলকাতা-চেন্নাই করিডরও যুক্ত হবে। পাশাপাশি এই বাইপাসের সঙ্গে যুক্ত হবে তিনটি জাতীয় মহাসড়ক (এনএইচ-৫৫, এনএইচ-৫৭ এবং এনএইচ-৬৫৫) এবং একটি রাজ্য সড়ক (এসএইচ-৬৫)। এই প্রকল্পের কাজ শেষ হলে শিল্প ও বাণিজ্যের উন্নয়নে নতুন পথ খুলে যাবে। এই প্রকল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৭৪.৪৩ লক্ষ এবং পরোক্ষভাবে ৯৩.০৪ লক্ষ মনুষ্য দিবস সৃষ্টি হবে।

 

SC/MP/SB


(Release ID: 2158208)