মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
রাজস্থানের কোটা-বুন্দিতে অনুমিত ১৫০৭ কোটি টাকা ব্যয়ে গ্রীণ ফিল্ড বিমানবন্দর নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
19 AUG 2025 3:13PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৯ অগাস্ট ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি আজ রাজস্থানের কোটা-বুন্দিতে একটি গ্রীন ফিল্ড বিমানবন্দর নির্মাণে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই)- এর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই বিমানবন্দর নির্মাণে অনুমিত ব্যয় ধরা হয়েছে ১৫০৭ কোটি টাকা।
চম্বল নদীর তীরে অবস্থিত কোটা রাজস্থানের শিল্প রাজধানী হিসেবে পরিচিত। এছাড়াও, কোটা ভারতের শিক্ষাগত কোচিং হাব হিসেবেও প্রসিদ্ধ।
রাজস্থান সরকার এই গ্রীন ফিল্ড বিমানবন্দর তৈরির জন্য ৪৪০.০৬ হেক্টর জমি এএআই-কে হস্তান্তরিত করেছে। এই বিমানবন্দরে A-321 শ্রেণীর বিমান ওঠা নামা করতে পারবে। এই প্রকল্পের অন্তর্গত একটি টার্মিনাল বিল্ডিং যা, ২০,০০০ বর্গ মিটার এলাকা জুড়ে গড়ে উঠবে। দিনের ব্যস্ত সময়ে ১,০০০ যাত্রী চলাচলে সক্ষম, অর্থাৎ বছরে ২০ লক্ষ যাত্রী চলাচল ক্ষমতা সম্পন্ন বলে ধরা হচ্ছে। সেইসঙ্গে রানওয়ে এবং A-321 শ্রেণীর ৭টি বিমান পার্কিং-এর সংস্থানও থাকবে। ২টি সংযুক্ত ট্যাক্সিওয়ে, এটিসি সহ কারিগরি ব্লক, অগ্নি নির্বাপন কেন্দ্র, গাড়ি পার্কিং সহ নানা সুযোগ সুবিধাও রাখা হবে।
শিক্ষা এবং শিল্প ক্ষেত্র হিসেবে কোটার জনপ্রিয়তার দিকে চোখ রাখলে পরিকাঠামোগতভাবে গ্রীন ফিল্ড এয়ারপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এলাকায় আগামীদিনে যানবাহন সম্প্রসারণের কথা মাথায় রেখে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখনকার কোটা বিমানবন্দর ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন। এতে দুটি রানওয়ে রয়েছে, যা DO-228 শ্রেণীর বিমান ওঠা নামার উপযুক্ত। এই বিমানবন্দরে এই শ্রেণীর দুটি বিমান রাখা যায়। টার্মিনাল বিল্ডিংটি এলাকা চারশো বর্গমিটার। দিনের ব্যস্ততম সময়ে তা ৫০ জন যাত্রী চলাচলে সক্ষম। বাণিজ্যিক লক্ষ্যপূরণে বর্তমান বিমানবন্দরটির আর সম্প্রসারণ সম্ভব নয়। কারণ, প্রয়োজনীয় জমি সেখানে নেই এবং এই বিমানবন্দরকে ঘিরে লোকালয় গড়ে উঠেছে।
SC/AB/CS
(Release ID: 2157977)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada