স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নব্য অবস্থান প্রতিষ্ঠিত হয়েছে – ৭৯তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে বললেন প্রধানমন্ত্রী

Posted On: 15 AUG 2025 4:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ আগস্ট, ২০২৫

 

৭৯তম স্বাধীনতা দিবসে নতুন দিল্লির লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নব্য অবস্থান প্রতিষ্ঠিত হয়েছে। জঙ্গি এবং জঙ্গিদের মদতদাতাদের এখন থেকে আর আলাদা করে দেখা হবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেল আর সহ্য করবে না ভারত। 

নতুন ফৌজদারি আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরেও ঔপনিবেশিক আমলের ফৌজদারি আইন সহ্য করতে হয়েছে ভারতের মানুষকে। সেজন্যই ঔপনিবেশিকতার চিহ্ন মুছে দিয়ে আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। নতুন ফৌজদারি আইনে অপরাধীদের যেন তেন প্রকারেণ শাস্তি দেওয়াই প্রধান লক্ষ্য নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখানে মুখ্য বিষয়। 

দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে গেলে নিরাপত্তার বিষয়টি প্রাথমিক শর্ত বলে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন। বিগত ১১ বছরের ধারাবাহিক প্রচেষ্টায় দেশে মাওবাদের সমস্যা অনেকটাই দূর হয়েছে বলে তাঁর মন্তব্য। প্রধানমন্ত্রী বলেন, আগে ১২৫ জেলা ছিল মাওবাদী প্রভাবিত, এখন এই ধরনের জেলার সংখ্যা মাত্র ২০।

বস্তারের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একদা মাওবাদী প্রভাবিত ঐ এলাকায় বোমা ও গুলির শব্দ ছিল সাধারণ বিষয়। আজ সেখানকার যুবক-যুবতীরা যোগ দিচ্ছেন অলিম্পিক্সে। একদা ‘রেড করিডর’ হিসেবে পরিচিত এলাকাগুলি এখন হয়ে উঠেছে গ্রিন করিডর। ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী এ বছর, একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী প্রধান এলাকাগুলিকে মাওবাদীদের প্রভাব মুক্ত করা সেই অবিস্মরণীয় নেতার প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ্য। 

দেশের জনবিন্যাস পালটে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে প্রধানমন্ত্রী সাবধান করে দেন। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঐসব অঞ্চলের বাসিন্দাদের জীবিকা কেড়ে নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। জনবিন্যাস পালটে দেওয়ার এই প্রচেষ্টা কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে প্রধানমন্ত্রী জানিয়ে দেন। 

প্রধানমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীদের কোন দেশই স্বাগত জানায় না। ভারতও এক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে না। জনবিন্যাসগত স্থিতাবস্থা বজায় রাখতে হাই-পাওয়ার্ড ডেমোগ্রাফি মিশনের সূচনা করা হবে বলে শ্রী মোদী জানান।


SC/AC/DM


(Release ID: 2157055)