শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
যুব সম্প্রদায়ের কর্মসংস্থানে গতি আনতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার ঘোষণা নরেন্দ্র মোদীর
Posted On:
15 AUG 2025 2:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ অগাস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাঁর দ্বাদশ ভাষণ প্রদান করেন। এই উপলক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার ঘোষণা করেন। এই প্রকল্পে ব্যয় হবে ১ লক্ষ কোটি টাকা। এর মাধ্যমে ২ বছরে ৩ কোটি ৫০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হবে। কর্মসংস্থান সৃষ্টিকারী সংস্থাগুলিকে নবনিযুক্ত প্রত্যেক কর্মীর জন্য ১৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে।
এই প্রকল্পের দুটি ভাগ রয়েছে।
যেসব সংস্থায় প্রথমবার কর্মী নিয়োগ করা হবে, তাদেরকে সহায়তাঃ-
ইপিএফও-তে নিবন্ধীকৃত যেসব সংস্থা নতুন কর্মী নিয়োগ করবে, তাদেরকে সহায়তা করা হবে। এই প্রকল্পের মাধ্যমে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বাবদ ১৫,০০০ টাকা দুটি কিস্তিতে দেওয়া হবে। কর্মীর মাহিনা হতে হবে ১ লক্ষ টাকা। প্রথম কিস্তি কাজে যোগদানের ৬ মাস পর এবং দ্বিতীয় কিস্তি ১ বছরের পর দেওয়া হবে। এরফলে ১ কোটি ৯২ লক্ষ নবনিযুক্ত কর্মী উপকৃত হবেন।
কর্মসংস্থান সৃষ্টিকারী সংস্থার জন্য বিশেষ সুযোগঃ-
মূলত নির্মাণ ক্ষেত্রের কথা বিবেচনা করে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। তবে অন্য সব ক্ষেত্রও এর সুবিধা পাবে। যেসব নবনিযুক্ত কর্মীর মাহিনা ১ লক্ষ টাকা, তাদের নিয়োগকারী সংস্থাগুলি এই সুবিধা পাবে। সরকার ২ বছরের জন্য ওই সংস্থাগুলিকে প্রতি মাসে ৩০০০ টাকা দেবে। নির্মাণ ক্ষেত্রের জন্য এই সুযোগ ৪ বছর ধরে পাওয়া যাবে। এরফলে প্রায় ২ কোটি ৬০ লক্ষ অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
যে সংস্থায় নতুন করে কর্মী নিয়োগ করা হবে, সেই সংস্থাগুলিতে আধার ব্রিজ পেমেন্ট সিস্টেমের সাহায্যে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে সহায়তার অর্থ পাঠানো হবে। অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টিকারী বিভিন্ন সংস্থার জন্য প্যান লিঙ্কড অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। এই প্রকল্পে কোটি কোটি যুবক-যুবতীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
SC/CB/NS
(Release ID: 2157052)