ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
স্বাধীনতা দিবস অনুষ্ঠানের সাক্ষী থাকতে ‘বিশেষ অতিথি’ হিসেবে আমন্ত্রিত ন্যাশনাল এসসি, এসটি হাব কর্মসূচির ১০০ সুবিধাপ্রাপক
Posted On:
14 AUG 2025 1:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অগাস্ট, ২০২৫
ন্যাশনাল এসসি, এসটি হাব (এনএসএসএইচ) কর্মসূচির ১০০ সুবিধাপ্রাপক এবং তাঁদের স্ত্রী বা স্বামীরা নতুন দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস অনুষ্ঠান ২০২৫-এ সাক্ষী থাকার জন্য ‘বিশেষ অতিথি’ হিসেবে আমন্ত্রিত হয়েছেন ভারত সরকার দ্বারা।
এনএসএসএইচ কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী ২০১৬-র অক্টোবরে। যার লক্ষ্য এসসি, এসটিদের মধ্যে উদ্যোগপতিত্বের প্রসার এবং ভারত সরকারের অণু ও ক্ষুদ্র সংস্থার জন্য সরকারি সংগ্রহ নীতির অধীনে এসসি / এসটি এমএসই-র থেকে বাধ্যতামূলক ৪ % সংগ্রহের লক্ষ্যপূরণ। এসসি, এসটি উদ্যোগপতিদের প্রথম থেকে শেষ পর্যন্ত সহায়তা করার লক্ষ্যেই এই উদ্যোগ। বর্তমানে এমএসএসএইচ কর্মসূচিতে ১.৪৮ লক্ষ এসসি, এসটি উদ্যোগপতি সুবিধা পাচ্ছেন।
এই উদ্যোগপতিরা ৬ টি উত্তর-পূর্বের রাজ্য এবং ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল সহ বিভিন্ন রাজ্যের গ্রাম এবং শহরাঞ্চলের। কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এই বিশেষ অতিথিদের সম্মানে ১৫ অগাস্ট ২০২৫-এ বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন। তাঁরা দিল্লিতে ঐতিহাসিক স্মারকগুলিও ঘুরে দেখবেন।
SC/AP /SG
(Release ID: 2156411)