কেন্দ্রীয়মন্ত্রিসভা
৫,৮০১ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মৌ মেট্রো রেল প্রকল্পের ১১.১৬৫ কিলোমিটার দৈর্ঘ্যের ১বি পর্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত
Posted On:
12 AUG 2025 3:25PM by PIB Kolkata
নতুন দিল্লি ১২ অগাস্ট ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তরপ্রদেশে লক্ষ্মৌ মেট্রো রেল প্রকল্পে ১১.১৬৫ কিলোমিটার দৈর্ঘ্যের ১বি পর্যায় অনুমোদন দিয়েছে। এই করিডরে ১২টি স্টেশন থাকবে। এরমধ্যে ৭টি ভূতলে। ১বি পর্যায় চালু হয়ে গেলে লক্ষ্মৌ শহর ৩৪ কিলোমিটার সক্রিয় মেট্রো রেল নেটওয়ার্কের আওতায় আসবে।
লক্ষ্মৌ মেট্রো রেল প্রকল্পের এই পর্যায় শহরের পরিকাঠামো উন্নয়নকে আরও প্রসারিত করবে। এরফলে, প্রাচীন এবং ঘন বসতিপূর্ণ এই শহরের জন পরিবহনে আরও উন্নতি হবে। লক্ষ্মৌ মেট্রোর এই পর্যায়ের লক্ষ্য হল শহরের নানা বাণিজ্যিক স্থল, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, প্রধান পর্যটন স্থল এবং খাদ্য রসিকদের জন্য শহরের পরিচিত ও জনপ্রিয় এলাকাগুলিকে যুক্ত করা।
এরফলে, শহরে যান চলাচলে স্বাচ্ছন্দ্য আসবে। পর্যটকদের ক্ষেত্রেও তা বিশেষ সুবিধাজনক হয়ে উঠবে। সর্বোপরি মেট্রো যাত্রী পরিবহনে এক বিকল্প মাধ্যম হওয়ায় পুরোনো লক্ষ্মৌ শহরে নিয়মিত যানজট সমস্যার সমাধান হবে।
মেট্রো পরিবেশ বান্ধব পরিবহন হওয়ায় শহরের দূষণ নিবারণে তা নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করবে। যাত্রীদের বিমানবন্দর, রেলস্টেশন, বাস ডিপো প্রভৃতি গন্তব্যে দ্রুত পৌঁছতে তা সাহায্য করবে।
SC/AB/CS
(Release ID: 2155617)
Read this release in:
Tamil
,
Kannada
,
Assamese
,
Bengali-TR
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam