কেন্দ্রীয় মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

৫,৮০১ কোটি টাকা ব্যয়ে ১২টি মেট্রো স্টেশন নিয়ে ১১.১৬৫ কিলোমিটার দৈর্ঘ্যের লখনউ মেট্রো রেল প্রকল্পের ১বি ধাপের অনুমোদন দিল মন্ত্রিসভা

Posted On: 12 AUG 2025 3:25PM by PIB Agartala

নতুন দিল্লি, ১২ আগষ্ট, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা উত্তর প্রদেশের লখনউ মেট্রো রেল প্রকল্পের ফেজ ১বি এর অনুমোদন করেছে, যার দৈর্ঘ্য হবে ১১.১৬৫ কিলোমিটার এবং এখানে ১২টি স্টেশন থাকবে। এরমধ্যে ৭টি স্টেশন হবে ভূগর্ভস্থ এবং বাকি ৫টি থাকবে উঁচুতে। ফেজ ১বি চালু হলে, লখনউ শহরে ৩৪ কিলোমিটার সক্রিয় মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে উঠবে।

সুবিধা এবং ত্বরান্বিত প্রবৃদ্ধি:

লখনউ মেট্রো রেল প্রকল্পের ১বি ধাপ শহরের পরিকাঠামো উন্নয়নে একটি উল্লেখযোগ্য অগ্রগতির নিদর্শন। ১বি ধাপটি শহরে মেট্রো রেল নেটওয়ার্কের ক্ষেত্রে একটি বড় সম্প্রসারণ হিসেবে কাজ করবে।

উন্নত যোগাযোগ ব্যবস্থা:

লখনউ মেট্রো প্রকল্পের ১বি ধাপে প্রায় ১১.১৬৫ কিলোমিটার নতুন মেট্রো লাইন চালু করা হবে, যা শহরের প্রাচীনতম এবং ঘনবসতিপূর্ণ এলাকায় গণপরিবহন ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি করবে, যেখানে বর্তমানে দক্ষ যোগাযোগ ব্যবস্থার অভাব রয়েছে।

এই ধাপের লক্ষ্য হল পুরাতন লক্ষ্ণৌর গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে নির্বিঘ্নে একীভূত করা, যার মধ্যে রয়েছে:

  • আমিনাবাদ, ইয়াহিয়াগঞ্জ, পান্ডেগঞ্জ এবং চকের মতো বাণিজ্যিক কেন্দ্র
  • গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সুবিধা, বিশেষ করে কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয় (মেডিকেল কলেজ)
  • বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, ভুল ভুলাইয়া, ক্লক টাওয়ার এবং রুমি দরওয়াজা সহ প্রধান পর্যটন কেন্দ্র
  • শহরের সমৃদ্ধ এবং ঐতিহাসিক খাদ্য সংস্কৃতির জন্য পরিচিত রন্ধনসম্পর্কীয় স্থানগুলি।

এই গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে মেট্রো নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার মাধ্যমে, ফেজ-১বি কেবল শহরের যোগাযোগ ব্যবস্থাই উন্নত করবে না বরং অর্থনৈতিক কার্যকলাপ, পর্যটন এবং সেখানকার বাসিন্দা এবং দর্শনার্থী উভয়ের জন্যই নগর চলাচলকে সহজ করবে।

  • যানজট হ্রাস: মেট্রো রেল একটি দক্ষ বিকল্প সড়ক পরিবহন হিসেবে এবং ফেজ-১বি লখনউ শহরে মেট্রো রেল নেটওয়ার্কের সম্প্রসারণ হিসেবে যানজট হ্রাস করবে বলে আশা করা হচ্ছে এবং বিশেষ করে পুরাতন লক্ষনউয়ের তীব্র যানজটপূর্ণ রুটগুলিতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে। সড়ক যানজট হ্রাস যানবাহনের মসৃণ চলাচল, ভ্রমণের সময় হ্রাস, সামগ্রিক সড়ক নিরাপত্তা বৃদ্ধি ইত্যাদির উন্নতি করতে পারে।
  • পরিবেশগত সুবিধা: ফেজ-১বি লখনউ মেট্রো রেল প্রকল্পের সংযোজন এবং লখনউ শহরে সামগ্রিক মেট্রো রেল নেটওয়ার্ক বৃদ্ধি, ঐতিহ্যবাহী জীবাশ্ম জ্বালানি-ভিত্তিক পরিবহনের তুলনায় কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি: ভ্রমণের সময় হ্রাস এবং বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং বাস ডিপোর মতো শহরের বিভিন্ন অংশে উন্নত সুবিধা ব্যক্তিদের তাদের কর্মক্ষেত্র এবং গন্তব্যে আরও দক্ষতার সাথে পৌঁছানোর সুযোগ করে দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। এছাড়াও, বর্ধিত সংযোগ স্থানীয় ব্যবসাগুলিকে উদ্দীপিত করতে পারে, বিশেষ করে নতুন মেট্রো স্টেশনের কাছাকাছি এলাকায় যা পূর্বে কম সুবিধাযোগ্য অঞ্চলে বিনিয়োগ এবং উন্নয়নকেও আকর্ষণ করতে পারে।
  • সামাজিক প্রভাব: লখনউতে ফেজ-১বি মেট্রো রেল নেটওয়ার্কের সম্প্রসারণ গণপরিবহনে আরও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার প্রদান করবে, বিভিন্ন আর্থ-সামাজিক গোষ্ঠীকে উপকৃত করবে এবং পরিবহন বৈষম্য হ্রাস করবে যা যাতায়াতের সময় হ্রাস করে এবং প্রয়োজনীয় পরিষেবাগুলিতে সুবিধা উন্নত করে জীবনযাত্রার মান উন্নত করবে।

ফেজ-১বি লখনউ মেট্রো রেল প্রকল্পটি শহরের জন্য একটি রূপান্তরমূলক উন্নয়ন হতে চলেছে। এটি উন্নত সংযোগ, যানজট হ্রাস, পরিবেশগত সুবিধা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নত করবে। মূল শহুরে চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং ভবিষ্যতের সম্প্রসারণের ভিত্তি প্রদান করে, ফেজ-১বি শহরের উন্নয়নের গতিপথ এবং স্থায়িত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

*****

KMD/DM


(Release ID: 2155953)
Read this release in: English