পরিবেশওঅরণ্যমন্ত্রক
গুজরাটে আগামীকাল বিশ্ব সিংহ দিবস ২০২৫ পালিত হবে
Posted On:
09 AUG 2025 11:02AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ অগাস্ট ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, গুজরাট সরকারের বন ও পরিবেশ বিভাগের সহযোগিতায়, ১০ অগাস্ট, ২০২৫ তারিখে গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার বরদা বন্যপ্রাণী অভয়ারণ্যে বিশ্ব সিংহ দিবস - ২০২৫ পালন করবে।
গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া গুজরাটের বনমন্ত্রী শ্রী মুলুভাই বেরা, সংসদ সদস্য, রাজ্যের বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রতি বছর ১০ অগাস্ট বিশ্ব সিংহ দিবস পালনের লক্ষ্য হল, বিশ্বব্যাপী সিংহ সংরক্ষণ এবং সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। গুজরাটের এশিয়াটিক সিংহ একটি অনন্য পরিবেশগত এবং সাংস্কৃতিক সম্পদ, যা কেবল সৌরাষ্ট্র অঞ্চলেই পাওয়া যায়।
'জঙ্গলের রাজা' - এশিয়াটিক সিংহের সংরক্ষণ এবং সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১০ অগাস্ট গুজরাটের সৌরাষ্ট্রের ১১টি জেলায় 'বিশ্ব সিংহ দিবস' পালন করা হবে। সৌরাষ্ট্রের ১১টি জেলার প্রায় ৩৫,০০০ বর্গকিলোমিটার জুড়ে সিংহরা তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবাধে বিচরণ করে। ২০২০ সাল থেকে গুজরাটে সিংহের সংখ্যা ৩২% বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের মে মাসে সিংহ গণনা অনুযায়ী বর্তমানে এই সংখ্যা হয়েছে ৮৯১। ২০২০ সালে এই সংখ্যা ছিল ৬৭৪।
বরদা বন্যপ্রাণী অভয়ারণ্যটি পোরবন্দর এবং দেবভূমি দ্বারকা জেলা জুড়ে ১৯২.৩১ বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত। বরদা এশিয়াটিক সিংহের দ্বিতীয় আবাসস্থল হিসেবে উঠে এসেছে। এখানে বর্তমানে সিংহের সংখ্যা বেড়ে হয়েছে ১৭টি। যার মধ্যে ৬টি প্রাপ্তবয়স্ক এবং ১১টি শাবক রয়েছে। দ্বারকা-পোরবন্দর-সোমনাথ পর্যটন সার্কিটের আশেপাশে হওয়ায়, বরদা এলাকায় পর্যটনের একটি উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। প্রায় ২৪৮ হেক্টর এলাকায় একটি সাফারি পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর জন্য রাজ্য সরকার জমি বরাদ্দ করেছে।
গ্রেটার গির লায়ন ল্যান্ডস্কেপের ১১টি জেলার স্কুল ও কলেজের লক্ষ লক্ষ শিক্ষার্থী ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। ২০২৪ সালে, বিশ্ব সিংহ দিবসের অনুষ্ঠানে ১৮.৬৩ লক্ষ অংশগ্রহণ করেছিলেন।
SC/PM/AS
(Release ID: 2154782)