কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৭ অগাস্ট এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন

Posted On: 05 AUG 2025 4:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২৫ 

 

ভারতে কৃষি বিজ্ঞান ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির অন্যতম পুরোধা অধ্যাপক এম এস স্বামীনাথনের শতবর্ষ উপলক্ষ্যে নতুন দিল্লিতে তিনদিনব্যাপী (৭ – ৯ অগাস্ট ২০২৫) আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং ন্যাশনাল অ্যাকাডেমী অফ এগ্রিকালচারাল সায়েন্সেস – এর সহায়তায় এই সম্মেলনের থিম “এভারগ্রিন রেভেলিউশন – দ্য পাথওয়ে টু বায়ো হ্যাপিনেস”। অনুষ্ঠানে যোগ দেবেন সারা বিশ্বের বিজ্ঞানী ও নীতি প্রণেতারা। 
আজ এক সাংবাদিক সম্মেলনে ডিএআরইএ – এর সচিব এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ – এর অধিকর্তা ডঃ এম এল জাঠ জানান, খাদ্যের অভাবে দীর্ণ একটি দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত করায় অধ্যাপক স্বামীনাথন অসাধারণ ভূমিকা পালন করেছেন। এই সম্মেলনে তাঁর দেখানো পথ অনুসারে, ভারতীয় কৃষির ভবিষ্যৎ রূপরেখা নির্মাণের কাজ হবে। 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সমারোহের উদ্বোধন করবেন এবং প্রবাদপ্রতিম বিজ্ঞানীর সম্মানে স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করবেন। 
এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের কর্নধার ডঃ সৌম্যা স্বামীনাথন, আইসিএআর – আইএআরআই – এর যুগ্ম অধিকর্তা ডঃ সি বিশ্বনাথন, ন্যাশনাল অ্যাকাডেমী অফ এগ্রিকালচারাল সায়েন্সের সচিব ডঃ অশোক সিং প্রমুখ ভাষণে বলেন, ক্ষুধার্থের কাছে খাদ্য ঈশ্বরের সমতুল। সেজন্য লক্ষ লক্ষ মানুষের কাছে অধ্যাপক স্বামীনাথন ঈশ্বরের সমান মর্যাদায় অধিষ্ঠিত। 

 

SC/AC/SB


(Release ID: 2152920)