প্রতিরক্ষামন্ত্রক
পহেলগামে হামলাকারীদের পরিচয় সংক্রান্ত রিপোর্ট
Posted On:
04 AUG 2025 8:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ আগস্ট, ২০২৫
পহলগামে হামলায় জড়িত জঙ্গিদের পরিচয় এবং অন্যান্য তথ্য সংবাদমাধ্যম / সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতের সশস্ত্র বাহিনীর কোনও স্বীকৃত মিডিয়া হ্যান্ডেল এই ধরনের নথি তৈরির সঙ্গে যুক্ত নয়। সশস্ত্র বাহিনীর জনসংযোগ কার্যালয় / মনোনীত মুখপাত্র থেকে এই সম্পর্কে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এনকাউন্টার-পরবর্তী পর্বে সংগৃহীত বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
SC/MP/DM
(Release ID: 2152453)