যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে চতুর্থ প্রজন্মের শিল্পের গতি তরান্বিত করতে বিএসএনএল এবং এনআরএল-এর মধ্যে যুগান্তকারী সমঝোতা পত্র স্বাক্ষরিত

Posted On: 03 AUG 2025 10:42AM by PIB Kolkata

নতুন দিল্লি ৩ অগাষ্ট ২০২৫ 

 

ভারতের ডিজিটাল রূপান্তরীকরণ এবং শিল্পের আধুনিকিকরণের গতিকে তরান্বিত করতে এক বিরাট পদক্ষেপ হিসেবে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এবং নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) –এর মধ্যে যুগান্তকারী সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। গুয়াহাটিতে অর্থ মন্ত্রকের তত্ত্বাবধানে আয়োজিত “সিপিএসইএস-র চতুর্থ প্রজন্মের শিল্প কর্মশালায়” এই সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। 

কর্মশালায় ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস (ডিপিই)-র সচিব, এনআরএল-এর সিএমডি, বিএসএনএল-এর (এন্টারপ্রাইজ বিজনেস)-এর অধিকর্তা, এনআরএল-এর এমডি, এএমটিআরওএন-এর এমডি প্রমুখ যোগ দেন। আলোচনা হয় সিপিএসইএস-কে চতুর্থ প্রজন্মের প্রযু্ক্তির ক্ষেত্রে শিল্প রূপান্তরীকরণের পথে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে। এই চতুর্থ প্রজন্মের প্রযুক্তি বলতে ফাইভ-জি সিএনপিএন, ডিজিটাল টুইন্স, কৃত্রিম মেধার সঙ্গে থ্রিডি প্রিন্টিং, ভার্চুয়াল প্রক্রিয়াকরণ, এআর/ভিআর/এমআর, আইওটি এবং বিগ ডেটা অ্যানালিটিক্স প্রভৃতি উদ্ভাবনী প্রযুক্তিকে যুক্ত করা। উদ্ভাবনের প্রসার, দক্ষতা এবং আত্মনির্ভর ভারতের দিকে তাকিয়ে চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবের পথে এগিয়ে যেতেই এই পদক্ষেপ। 

সমঝোতা পত্র অনুযায়ী শোধনাগার ক্ষেত্রে বিএসএনএল এবং এনআরএল ভারতে প্রথম ফাইভ-জি সিএনপিএন (ক্যাপটিভ নন- পাবলিক নেটওয়ার্ক) স্থাপনে সহযোগিতা করবে। এরফলে, তা নব প্রজন্মের নিরাপদ, অতি নির্ভরযোগ্য, বাস্তব সময় ভিত্তিক শিল্প সংযোগের পথে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা নেবে। 

ডিপিই-র সচিব এই উদ্যোগকে ভারতে শিল্প ভিত্তির আরও আধুনিকিকরণ, দক্ষতার সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ প্রসারের দিকে তাকিয়ে সম্পূ্র্ণ সরকারি দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে বর্ণনা করেন। বিশেষত, উত্তর-পূর্বাঞ্চল এলাকার ক্ষেত্রে তা এক নবগতির সঞ্চার ঘটাবে। 

এনআরএল-এর সিএমডি বলেন, ফাইভ-জি সিএনপিএন-এর সংযুক্তিকরণ কেবলমাত্র পরিচালনগত দক্ষতা এবং সাইবার নিরাপত্তার প্রসার ঘটাবে তাই নয়, তা এআর/ভিআর ভিত্তিক প্রশিক্ষণ, ডিজিটাল টুইন্স এবং রিয়েল-টাইম আইওটি অ্যাপ্লিকেশন্সের মতো রূপান্তরমূলক প্রযুক্তি ক্ষেত্রেও সক্ষমতা নিয়ে আসবে। ভারতের শোধনাগার ক্ষেত্রে তা রূপান্তর ঘটাবে বলেও তিনি জানান।

বিএসএনএল-এর সিএমডি শ্রী এ রবার্ট জে রবি বলেন, এই সহযোগিতা কৌশলগত ক্ষেত্র এবং পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে ভারতের সশক্তিকরণের প্রতি দায়বদ্ধতার এক প্রমাণ স্বরূপ। তিনি বলেন, বিএসএনএল আত্মনির্ভর এবং ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এই যাত্রাপথে অগ্রণী ভূমিকা নিচ্ছে।

বিএসএনএল-এর (এন্টারপ্রাইজ বিজনেস) অধিকর্তা বলেন, এই যৌথ সহযোগ ভারতের শিল্প পরিমণ্ডলে ফাইভ-জি এবং চতুর্থ প্রজন্মের শিল্প ক্ষেত্রে বিপ্লবের এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে সূচিত হবে। 

বিএসএনএল এবং এনআরএল-এর মধ্যে এই সহযোগিতা  অন্যান্য শিল্পক্ষেত্রেও এক অনুকরণযোগ্য মডেল হিসেবে সূচিত হতে পারে। ডিজিটাল সশক্তিকরণ এবং আত্মনির্ভর ভারতের জন্য ভারত সরকারের দৃষ্টিভঙ্গীকে তা আরও শক্তিশালী করবে।

 

SC/AB/CS


(Release ID: 2152054)