যোগাযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে শিল্প ৪.০ গ্রহণকে ত্বরান্বিত করতে বি.এস.এন.এল এবং এন.আর.এল যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে

Posted On: 03 AUG 2025 10:42PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩ আগস্ট,২০২৫: ভারতের ডিজিটাল রূপান্তর এবং শিল্প আধুনিকীকরণকে ত্বরান্বিত করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বি.এস.এন.এল) এবং নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এন.আর.এল) গুয়াহাটিতে অর্থ মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সি.পি.এস.ই'গুলির জন্য শিল্প ৪.০ কর্মশালার সময় একটি যুগান্তকারী সমঝোতা (মৌ)স্বাক্ষর করেছে।

এই কর্মশালায় ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ' এর (ডি.পি..ই) সচিব, এন.আর.এল-এর সি.এম.ডি, বিএসএনএল (এন্টারপ্রাইজ বিজনেস)এর ডিরেক্টর, এন.আর.এল-এর এম.ডি, আমট্রনের (AMTRON) এম.ডি এবং অর্থমন্ত্রক ও বিভিন্ন সি.পি.এস.ই'র উচ্চপদস্থ আধিকারিকগণ অংশগ্রহণ করেন।  নতুনত্ব, দক্ষতা এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে ৫ জি সিএনপিএন, ডিজিটাল টুইনস, এআই-এর সঙ্গে থ্রিডি প্রিন্টিং, ভার্চুয়াল ফর্মুলেশন, এআর/ভিআর/এমআর, আইওটি এবং বিগ ডেটা অ্যানালিটিক্স-সহ ৪.০ প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ক্ষমতায়ন নিয়ে এই কর্মশালায় আলোচনা হয়েছে।

এই সমঝোতাপত্রের আওতায় বি.এস.এন.এল এবং এন.আর.এল ভারতের প্রথম ৫-জি 'সি.এন.পি.এন' (ক্যাপটিভ নন-পাবলিক নেটওয়ার্ক) শোধনাগার ক্ষেত্রে স্থাপন করতে সহযোগিতা করবে, যা নিরাপদ, অতি-নির্ভরযোগ্য এবং রিয়েল-টাইম শিল্প সংযোগের এক নতুন যুগের সূচনা করবে।  এই উদ্যোগটি মিশন ক্রিটিকাল অপারেশনের ক্ষেত্রে দেশীয় ৫-জি পরিকাঠামোকে কাজে লাগানোর  একটি অগ্রণী পদক্ষেপ।

ডি.পি.ই-র সচিব এই উদ্যোগকে সরকারের "হোল অফ গভর্নমেন্ট"(ডব্লিউ.ও.জি) পদ্ধতির একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে প্রশংসা করেছেন, যা ভারতের শিল্প ভিত্তিকে আধুনিকীকরণ, উন্নত দক্ষতার প্রচার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনার উপর জোর দিয়েছে,বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে।

এন.আর.এল'এর সি.এম.ডি বলেন, ৫-জি সি.এন.পি.এন-এর সংহতকরণ কেবল কার্যকরী দক্ষতা এবং সাইবার নিরাপত্তা বৃদ্ধি করবে না, এ.আর/ভি.আর-ভিত্তিক প্রশিক্ষণ, ডিজিটাল টুইনস এবং রিয়েল-টাইম আই.ও.টি অ্যাপ্লিকেশনগুলির মতো রূপান্তরকারী প্রযুক্তিগুলিকেও সক্ষম করবে।  তিনি এটিকে ভারতের শোধনাগার ক্ষেত্রের জন্য একটি পরিবর্তনশীল মুহূর্ত বলে অভিহিত করেছেন।

বি.এস.এন.এ 'এর সি.এম.ডি শ্রী এ রবার্ট জে রবি বলেন, "এই অংশীদারিত্ব পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে ভারতের কৌশলগত ক্ষেত্রগুলিকে ক্ষমতায়িত করার ক্ষেত্রে বি.এস.এন.এল-এর অঙ্গীকারের উদাহরণ। এন.আর.এল'এ   ৫-জি সি.এন.পি.এন স্থাপন প্রযুক্তিগত অগ্রগতিকে চিহ্নিত করবে, শুধুমাত্র সংযোগের ক্ষেত্রেই নয়, ভবিষ্যতে মূল শিল্পগুলি কীভাবে কাজ করতে পারে তা পুনরায় সংজ্ঞায়িত করার ক্ষেত্রেও।  একটি বিশ্বস্ত পাবলিক টেলিকম প্রোভাইডার হিসাবে, বি.এস.এন.এল একটি স্বনির্ভর, ডিজিটালভাবে বুদ্ধিমত্তা ভারতের দিকে এই যাত্রার পথপ্রদর্শক হতে পেরে গর্বিত।

বি.এস.এন.এল (এন্টারপ্রাইজ বিজনেস)এর ডিরেক্টর বলেন, এই সহযোগিতা ভারতের শিল্প ইকোসিস্টেমের মধ্যে ৫-জি এবং ইন্ডাস্ট্রি ৪.০ গ্রহণের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক উপস্থাপন করে।  তিনি সি.পি.এস.ই এবং উদ্যোগগুলির জন্য নিরাপদ, শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত যোগাযোগ পরিকাঠামো প্রদানের মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়াকে সমর্থন করার জন্য বি.এস.এন.এল-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বি. এস. এন. এল এবং এন. আর. এল-এর মধ্যে এই অংশীদারিত্ব অন্যান্য শিল্প ক্ষেত্রে অনুকরণযোগ্য মডেলের জন্য মঞ্চ তৈরি করবে বলে আশা করা হচ্ছে, যা ডিজিটালভাবে ক্ষমতায়িত এবং আত্মনির্ভর ভারতের জন্য ভারত সরকারের দৃষ্টিভঙ্গিকে আরও জোরদার করবে।

***

KMD/PS 


(Release ID: 2151922)
Read this release in: English