সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

খরিফ মরশুম ২০২৫-এর জন্য সারের জোগান পর্যাপ্ত

Posted On: 01 AUG 2025 4:07PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ অগাস্ট ২০২৫

 

খরিফ মরশুম ২০২৫-এর জন্য দেশে ইউরিয়া, ডিএপি, এমওপি এবং এনপিকেএস-এর মতো সারের পর্যাপ্ত জোগান রয়েছে। 

পর্যাপ্ত সারের জোগান সুনিশ্চিত করতে সরকার প্রতি বছর কিছু পদক্ষেপ নিয়ে থাকে। প্রতি বছর মরশুম শুরু হওয়ার আগে থেকে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর রাজ্য সরকারগুলির সঙ্গে পরামর্শ করে সারের রাজ্য ভিত্তিক এবং মাসিক চাহিদা নির্ধারণ করে থাকে। সেই চাহিদা অনুযায়ী রাজ্য সরকারগুলিকে প্রতি মাসে সার সরবরাহ করা হয়। অনলাইনে ওয়েব ভিত্তিক সুসংহত সার নজরদারি ব্যবস্থার মাধ্যমে ভর্তুকিযুক্ত সমস্ত প্রধান সারের সরবরাহের ওপর নজর রাখা হয়। 

সারের কালোবাজারি রুখতেও রাজ্য সরকারগুলিকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। ক্রেতা পিছু মাসে ভর্তুকিযুক্ত ৫০ ব্যাগ অর্থাৎ বছরে ৬০০ ব্যাগ ভর্তুকিযুক্ত সার প্রত্যেক ক্রেতাকে দেওয়া হয়। 

এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি ড্যাশবোর্ডও চালু করা হয়েছে। https://urvarak.nic.in এই লিঙ্কে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি চালাতে পারবেন।

 লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় রসায়ন ও সার প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল। 

 


SC/MP/AS


(Release ID: 2151783)