রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন চার দেশের রাষ্ট্রদূত
Posted On:
29 JUL 2025 2:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ জুলাই ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চার দেশের রাষ্ট্রদূত / হাইকমিশনারের দাখিল করা পরিচয়পত্র গ্রহণ করেছেন। যাঁরা পরিচয়পত্র পেশ করেছেন তাঁরা হলেন :
১. ডমিনিক্যান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ম্যানুয়েল কমপ্রেস হার্নান্ডেজস
২. তিমর-লেস্তের রাষ্ট্রদূত কার্লিটো নিউন্স
৩. শ্রীলঙ্কার হাইকমিশনার শ্রীমতী প্রদীপা মাহিশিনি কোলোন
৪. গ্যাবোনিজ প্রজাতন্ত্রের হাইকমিশনার গাই রডরিগ ডিকাই
SC/SD/AS
(Release ID: 2149857)