মহাকাশদপ্তর
ইসরোর আন্তর্জাতিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৩০ জুলাই শ্রীহরিকোটা থেকে “এনআইএসএআর” উৎক্ষেপণ : ডঃ জিতেন্দ্র সিং
Posted On:
27 JUL 2025 5:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২৫
কেন্দ্রীয় মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, ৩০ জুলাই শ্রীহরিকোটা থেকে ‘এনআইএসএআর’-এর উৎক্ষেপণ হতে চলেছে, যা ইসরোর আন্তর্জাতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ৩০ জুলাই বিকেল ৫টা ৪০ মিনিটে নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপার্চার র্যাডার (এনআইএসএআর)-এর উৎক্ষেপণ করা হবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)-এর মধ্যে এটি প্রথম যৌথ বিশ্ব পর্যবেক্ষণ মিশন। ভারত ও আমেরিকার মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে এই উপগ্রহ উৎক্ষেপণ এক উল্লেখযোগ্য মুহূর্ত হতে চলেছে। ভারতের জিএসএলভি-এফ১৬ রকেটের মাধ্যমে এই উৎক্ষেপণ হবে।
এই মিশনের তদারকি করছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি বলেন, “এই উপগ্রহ উৎক্ষেপণ শুধুমাত্র একটি মিশন নয়, বিজ্ঞান এবং আন্তর্জাতিক কল্যাণের লক্ষ্যে দুটি গণতান্ত্রিক দেশের যৌথ অঙ্গীকার। এর মাধ্যমে শুধুমাত্র ভারত ও আমেরিকা নয়, বিপর্যয় মোকাবিলা, কৃষি ও জলবায়ু সংক্রান্ত নজরদারির মতো ক্ষেত্রে উপকৃত হবে বিশ্বের অন্যান্য দেশও।"
উপগ্রহটির ওজন ২,৩৯২ কিলোগ্রাম। এই মিশনে যৌথভাবে বিনিয়োগের পরিমাণ হ’ল ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। ৩০ জুলাই উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হবে। ডঃ সিং জানান, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তিনি বলেন, “এনআইএসএআর” শুধুমাত্র একটি উপগ্রহ নয়, এটি হ’ল - বিশ্বের সঙ্গে ভারতের বৈজ্ঞানিক করমর্দন।"
SC/MP/SB
(Release ID: 2149201)