মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
মৎস্যপালন ও জলজ চাষে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির জন্য ভারত ও মালদ্বীপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Posted On:
26 JUL 2025 11:04AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২৫
ভারতের মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের আওতাধীণ মৎস্য বিভাগ এবং মালদ্বীপের মৎস্য ও সমুদ্র সম্পদ মন্ত্রক, মৎস্য ও পালন জলজ চাষের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকটি ২৫শে জুলাই ২০২৫ তারিখে দ্বীপরাষ্ট্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সরকারি সফরের সময় ভারত ও মালদ্বীপের মধ্যে যে ৬টি সমঝোতা স্মারক বিনিময় হয়েছে তারই অংশ।
এই অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্য হল টুনা এবং গভীর সমুদ্রে মৎস্য চাষকে উৎসাহিত করা, জলজ চাষ এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনা জোরদার করা, মৎস্য-ভিত্তিক ইকো-ট্যুরিজম লালন করা এবং উভয় দেশে উদ্ভাবন ও বৈজ্ঞানিক গবেষণাকে সমর্থন করা।
সমঝোতা স্মারকে উল্লিখিত সহযোগিতার মধ্যে রয়েছে মূল্য শৃঙ্খলের উন্নয়ন, সাগরে চাষের অগ্রগতি, বাণিজ্য সুবিধা এবং মৎস্য খাতে ক্ষমতা বৃদ্ধি। এই উদ্যোগের অংশ হিসেবে, মালদ্বীপ, হিমঘর পরিকাঠামোতে বিনিয়োগ এবং হ্যাচারি উন্নয়ন, মাছ প্রক্রিয়াকরণের ক্ষমতা বৃদ্ধি করবে।
এই সমঝোতা স্মারকটি প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় কর্মসূচিকেও সহজতর করবে, যার মধ্যে জলজ প্রাণীর স্বাস্থ্য, জৈব নিরাপত্তা পর্যলোচনা, জলজ খামার ব্যবস্থাপনা এবং রেফ্রিজারেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিশেষ প্রযুক্তিগত ক্ষেত্রগুলিতে ক্ষমতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। এই উদ্যোগ এসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।
SC/PM/NS….
(Release ID: 2148962)