প্রতিরক্ষামন্ত্রক
অত্যাধুনিক মনুষ্যবিহীন আকাশযান থেকে নির্দিষ্ট লক্ষ্যসীমা-ভিত্তিক মিসাইল-ভি৩ সফলভাবে উৎক্ষেপণ করেছে ডিআরডিও
Posted On:
25 JUL 2025 2:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুলাই ২০২৫
অত্যাধুনিক মনুষ্যবিহীন আকাশযান থেকে নির্দিষ্ট লক্ষ্যসীমা-ভিত্তিক মিসাইল-ভি৩ অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ন্যাশনাল ওপেন এরিয়ে রেঞ্জ থেকে সফল উৎক্ষেপণ করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। ডিআরডিও নির্মিত মিসাইলটি পিএলপিজিএম-ভি২-র উন্নত সংস্করণ।
নতুন এই মিসাইলটি বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভূমি এবং আকাশ উভয় জায়গা থেকেই তা উৎক্ষেপণ করা যায়। দিন ও রাত যে কোনো সময়েই তা করা সম্ভব। এই মিসাইলটির তিন রকমের মডুলার ওয়ারহেড রয়েছে। তা সাঁজোয়া যান, বিস্ফোরক বোঝাই সাঁজোয়া যান, পেনিট্রেশন-কাম-ব্লাস্ট ওয়ারহেডে আগাত হানতে সক্ষম। এই মিসাইলটি ডিআরডিও-র পরীক্ষাগারে যৌথভাবে তৈরি হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই সফল উৎক্ষেপণে ডিআরডিও ও তার শিল্প সহযোগী এবং স্টার্ট-আপকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের শিল্প এখন ক্রিটিক্যাল প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনে সক্ষম।
প্রতিরক্ষা গবেষণা ও বিকাশ দপ্তরের সচিব ও ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত বলেছেন, এই জাতীয় অস্ত্র বর্তমান সময়ের চাহিদার দিকে তাকিয়ে তৈরি।
SC/AB/DM
(Release ID: 2148721)