তথ্যওসম্প্রচারমন্ত্রক
ডিডি ফ্রি ডিশের মাধ্যমে দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় আরও বেশি চ্যানেলের সম্প্রচার
Posted On:
23 JUL 2025 4:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২৫
প্রসার ভারতীর ফ্রি টু-এয়ার ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) অর্থাৎ বিনামূল্যে ডিশ অ্যান্টেনার মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যম হল ডিডি ফ্রি ডিশ। দেশের প্রত্যন্ত অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল সহ দুর্গম স্থানেও এর পরিষেবা পাওয়া যায়। দূরদর্শনের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক চ্যানেলে সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প এবং জনসচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এগুলি সবই ডিডি ফ্রি ডিশ-এ পাওয়া যায়।
এই ব্যবস্থা গত কয়েক বছর ধরে দ্রুত প্রসারিত হচ্ছে। ২০১৮ সালে ৩ কোটি ৩০ লক্ষ বাড়িতে ডিডি ফ্রি ডিশ-এর পরিষেবা পাওয়া যেত। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৯০ লক্ষে পৌঁছেছে। এই ডিশ টিভি-র মাধ্যমে দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় সম্প্রচারিত চ্যানেলগুলিকেও অন্তর্ভুক্ত করতে সরকার উদ্যোগী হয়েছে। এর জন্য বৈদ্যুতিন পদ্ধতিতে নিলামের মাধ্যমে বিভিন্ন স্লট নির্ধারণ করা হয়েছে। দাক্ষিণাত্যের বেসরকারি টিভি চ্যানেলগুলি যাতে এই পরিষেবা ব্যবহার করতে পারে তার জন্য বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে। এছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষার জন্য কিছু স্লট আগে থেকেই নির্ধারণ করা ছিল। টিভি নাইন তেলুগু, আস্থা কন্নড় এবং আস্থা তেলুগুর মতো ৩টি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠান ডিডি ফ্রি ডিশের মাধ্যমে বর্তমানে দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে।
ডিডি ফ্রি ডিশে দূরদর্শনের নিজস্ব চ্যানেল ডিডি তামিল, ডিডি সপ্তগিরি, ডিডি চন্দনা, ডিডি ইয়াড়াগিরি এবং ডিডি মালয়ালমের অনুষ্ঠানও দেখা যায়। এছাড়াও ২৭টি শিক্ষামূলক চ্যানেলের বিভিন্ন দক্ষিণ ভারতীয় ভাষার অনুষ্ঠান দর্শকরা এই ব্যবস্থার মাধ্যমে উপভোগ করতে পারেন।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান।
SC/ CB /NS….
(Release ID: 2147415)