স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের আওতায় ৬ কোটি পরীক্ষার মাইলফলক অর্জন করল ভারত
प्रविष्टि तिथि:
22 JUL 2025 5:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২৫
জাতীয় সিকল সেল মিশন – এর আওতায় ভারত মোট ৬ কোটি ব্যক্তির পরীক্ষা সম্পন্ন করেছে। ৭ কোটি মানুষের পরীক্ষা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এর মধ্যে ২.১৫ লক্ষ ব্যক্তি এই রোগে আক্রান্ত, ১৬.৭ লক্ষ ব্যক্তি এর ক্যারিয়ার। যাঁদের পরীক্ষা করা হয়েছে, তাঁদের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলি ২.৬ কোটি হেলথ কার্ড বিলি করেছে।
মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উত্তরাখন্ডের মতো রাজ্যে পরীক্ষার ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটে বেশিরভাগ রোগীর সন্ধান মিলেছে।
অত্যাধুনিক টেস্টিং কিট – এর সাহায্যে এই পরীক্ষা চালানো হয়। এরফলে, দ্রুত ও নির্ভরযোগ্য ফলাফল মেলে। এছাড়া, সিকল সেল রোগের জন্য একটি পোর্টাল এবং একটি ড্যাশবোর্ড খোলা হয়েছে। সব রাজ্যের এ সংক্রান্ত তথ্য সেখানে পাওয়া যাচ্ছে।
লক্ষ্যপূরণের জন্য পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যাঁদের রোগ চিহ্নিত হয়েছে, তাঁরা যাতে যথাযথ চিকিৎসা এবং পরামর্শ পরিষেবার আওতায় আসেন, তা সুনিশ্চিত করার প্রয়াস চালানো হচ্ছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালের পয়লা জুলাই মধ্যপ্রদেশের শাহদলে জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের সূচনা করেছিলেন। এর আওতায় বিশেষত জনজাতি এলাকায় রোগ পরীক্ষার পাশাপাশি এই রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং ২০৪৭ সালের মধ্যে দেশ থেকে এই রোগ নির্মূলের লক্ষ্য নেওয়া হয়েছে।
SC/SD/SB….
(रिलीज़ आईडी: 2147210)
आगंतुक पटल : 14