সংসদবিষয়কমন্ত্রক
সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির নেতাদের আজ বৈঠক হয়েছে; কেন্দ্রীয় মন্ত্রীরা সহ ৪০টি দলের ৫৪ জন নেতা অংশ নিয়েছেন
Posted On:
20 JUL 2025 8:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জুলাই, ২০২৫
আজ সংসদ ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, রাসায়নিক ও সার মন্ত্রী এবং রাজ্যসভার নেতা শ্রী জগৎ প্রকাশ নাড্ডার অধ্যক্ষতায় রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সংসদে আসন্ন বর্ষাকালীন অধিবেশন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু-র আহ্বানে এই বৈঠক হল। আইন ও বিচার বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, সংসদ বিষয়ক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগনও বৈঠকে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে মন্ত্রীরা সহ ৪০টি রাজনৈতিক দলের ৫৪ জন নেতা বৈঠকে উপস্থিত হন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা বৈঠকের সূচনা করেন এবং নেতাদের স্বাগত জানান। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী বৈঠক পরিচালনা করেন। তিনি নেতাদের জানান যে, ২১ জুলাই, ২০২৫ সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে এবং চলতে পারে ২১ অগাস্ট, ২০২৫ বৃহস্পতিবার পর্যন্ত। এই সময়ে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য উভয় কক্ষই ১২ অগাস্ট, ২০২৫-এ মঙ্গলবার মুলতুবি হয়ে যাবে। পুনরায় অধিবেশন বসবে ১৮ অগাস্ট, ২০২৫ সোমবার। অধিবেশনের ৩২ দিনে ২১টি বৈঠক হবে।
শ্রী রিজিজু আরও জানান যে, মোটামুটি ঠিক করা হয়েছে ১৭টি আইনী এবং অন্যান্য বিষয় এই অধিবেশনে আলোচনার জন্য গৃহীত হবে।
সংসদ বিষয়ক মন্ত্রী আরও জানান, সরকার উভয় কক্ষের বিধি অনুযায়ী যে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসন্ন বর্ষাকালীন অধিবেশনে তাঁরা যে সমস্ত বিষয় উত্থাপন করবেন, সেই সম্পর্কে তাঁদের মনোভাবের কথা জানান। তাঁরা সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সবশেষে শ্রী নাড্ডা অন্তিম মন্তব্য রাখেন এবং বৈঠকে যোগদান করে তাঁদের মতামত ব্যক্ত করার জন্য এবং সক্রিয় কার্যকরী অংশগ্রহণের জন্য সকল নেতাকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন যে, সংসদ বিষয়ক মন্ত্রক সদস্যদের তোলা সব বিষয়গুলি সম্পর্কে জ্ঞাত হয়েছে এবং বিধি ও পদ্ধতি অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ, যথাযোগ্য ব্যবস্থা নেবে।
SC/AP/NS
(Release ID: 2146301)