প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী বন মহোৎসব উদযাপনে সম্মানিত বিচারকদের উৎসাহী অংশগ্রহণের প্রশংসা করেছেন

Posted On: 19 JUL 2025 7:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুলাই ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বন মহোৎসব উদযাপনে সম্মানিত বিচারকদের উৎসাহী অংশগ্রহণের প্রশংসা করেছেন, পরিবেশগত দায়িত্বের প্রতি নাগরিকদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে তাঁদের অংশগ্রহণ দেশব্যাপী উদ্যোগ, ‘এক পেড় মা কে নাম’ বা ‘একটি গাছ মায়ের নামে’, যা মানুষকে তাঁদের মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে গাছ লাগানোর জন্য উৎসাহিত করার লক্ষ্যে নতুন গতি প্রদান করবে।

দিল্লি-এনসিটি সরকারের মন্ত্রী শ্রী মনজিন্দর সিং সিরসার এক্স হ্যান্ডেলে একটি পোস্টের প্রতিক্রিয়ায় শ্রী মোদী লিখেছেন:

"বন মহোৎসবে মাননীয় বিচারকদের অংশগ্রহণ সকলকে অনুপ্রাণিত করবে। আমি নিশ্চিত যে এটি 'এক পেড় মা কে নাম' অভিযানকে নতুন প্রেরণা জোগাবে।"

#EkPedMaaKeNaam”


SC/SB/AS/


(Release ID: 2146195)