স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
রোমে ৮৮তম কোডেক্স এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ভারতের মিলেটের গুণগত মানের স্বীকৃতি
Posted On:
19 JUL 2025 4:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ জুলাই ২০২৫
ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার সদর কার্যালয়ে অনুষ্ঠিত ৮৮তম কোডেক্স এক্সিকিউটিভ কমিটির বৈঠকে ভারতের মিলেটের গুণগত মানের প্রশংসা করা হয়। ১৪ থেকে ১৮ জুলাই ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সহযোগী দেশ হিসেবে ছিল মালি, নাইজেরিয়া এবং সেনেগাল।
বৈঠকে ভারত সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেয়। কোডেক্স স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-৩১ নিয়ে বৈঠকে আলোচনা হয় এবং অনুমোদন দেওয়া হয়। কোডেক্স ট্রাস্ট ফান্ডের পুরোপুরি ব্যবহারের জন্য অপেক্ষাকৃত কম সক্রিয় সদস্য দেশগুলির কাছে আর্জি জানায় ভারত। বৈঠকে ভূটান এবং নেপালের মতো দেশগুলিতে প্রশিক্ষণের সাফল্যের কথা তুলে ধরা হয়। এ বছরের ফেব্রুয়ারিতে তাজা ফল ও সব্জি সংক্রান্ত কোডেক্স কমিটির ২৩-তম বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতের প্রতিনিধি দলে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা।
SC/MP/AS/
(Release ID: 2146192)