তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃত্রিম মেধা-নির্ভর উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব সৃজনশীল অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার পথে ভারত: তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু

Posted On: 17 JUL 2025 5:23PM by PIB Kolkata

হায়দরাবাদ, ১৭ জুলাই, ২০২৫

 

অন্তর্ভুক্তিমূলক যোগাযোগকে সুনিশ্চিত করতে এবং দেশ জুড়ে সমস্ত ভাষায় শেষ প্রান্ত পর্যন্ত তথ্য পরিষেবা পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক কৃত্রিম মেধা-ভিত্তিক সমাধান সূত্রের পথে অগ্রসর হচ্ছে। এই ব্যবস্থা ভাষাগত বিভাজন দূর করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু দেশের সর্বত্র স্টার্টআপ ও ইনক্যুবেটর, যাঁরা কৃত্রিম মেধা/এমএল-ভিত্তিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন, তাঁদের সঙ্গে হায়দরাবাদের টি হাব – এ বৈঠক করেন। টি হাব – এর সিইও-ও এই বৈঠকে যোগ দেন। এছাড়াও, টি হাব – এর যেসব স্টার্টআপ-গুলি বেড়ে উঠেছে, আইআইটি হায়দরাবাদ, এনআইটি এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যারা এই উদ্ভাবনী দিকগুলি নিয়ে কাজ করছেন, তাঁরাও এই বৈঠকে অংশ নেন।

শ্রী জাজু বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করতে এবং দেশের সৃষ্টিশীল অর্থনীতিকে উৎসাহ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক WAVEX স্টার্টআপ এক্সিলারেটর মঞ্চ গড়ে তুলেছে।  এই মঞ্চের মাধ্যমে কালা সেতু এবং ভাষা সেতু চ্যালেঞ্জ চালু করা হয়েছে, যা ভবিষ্যৎ-বান্ধব ডিজিটাল পরিমণ্ডলে ভাষাগত সমাধান সূত্র যোগাবে। কৃত্রিম মেধা নিয়ে কাজ করা প্রথম সারির স্টার্টআপ-গুলিকে তিনি  ভাষাগত ও দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যগত ক্ষেত্রে বিভিন্ন সমস্যার দেশীয় সমাধানসূত্র বের করার লক্ষ্যে কাজ করতে বলেন। এক্ষেত্রে স্টার্টআপ-গুলি WAVEX পোর্টাল মারফৎ নিবন্ধীকরণের জন্য এই https://wavex.wavesbazaar.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। চূড়ান্ত তালিকাভুক্তরা নতুন দিল্লিতে জাতীয় বিচারক মণ্ডলীর সামনে তাঁদের সমাধানসূত্র পেশ করার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় বিজয়ী তাঁর মডেলের পূর্ণাঙ্গ রূপ দিতে সমঝোতাপত্র স্বাক্ষরের সুযোগ পাবেন। আকাশবাণী, দূরদর্শন, পিআইবি পাইলট সহায়তা প্রদান করবে এবং WAVEX উদ্ভাবন মঞ্চের অধীন তা গড়ে তোলা হবে।

 

SC/AB/SB


(Release ID: 2145735)