রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ১৪ থেকে ১৫ জুলাই ওড়িশা সফর করবেন

Posted On: 13 JUL 2025 5:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জুলাই, ২০২৫


রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ১৪ থেকে ১৫ জুলাই, ২০২৫ ওড়িশা (ভুবনেশ্বর ও কটক) সফর করবেন।

১৪ জুলাই, রাষ্ট্রপতি ভুবনেশ্বরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

১৫ জুলাই, রাষ্ট্রপতি কটকে ব়্যাভেনশ বিশ্ববিদ্যালয়ের ত্রয়োদশ সমাবর্তন উৎসবে উপস্থিত থাকবেন এবং ব়্যাভেনশ গার্লস হাইস্কুলের তিনটি ভবনের পুনরুন্নয়ন কাজের শিলান্যাস করবেন। তিনি কটকে আদি কবি সরলা দাসের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন এবং কলিঙ্গরত্ন পুরস্কার – ২০২৪ প্রদান করবেন।

 

SC/AP/SKD


(Release ID: 2144479)