প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী কোটা শ্রীনিবাস রাও গারুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 13 JUL 2025 3:55PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জুলাই ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী কোটা শ্রীনিবাস রাও গারুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন যে শ্রী কোটা শ্রীনিবাস রাও গারু তাঁর চলচ্চিত্র প্রতিভা এবং বহুমুখীনতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি তাঁর মনোমুগ্ধকর অভিনয় দিয়ে প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের মুগ্ধ করেছিলেন। তিনি সমাজসেবার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন, শ্রী মোদী আরও যোগ করেন।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন;

“শ্রী কোটা শ্রীনিবাস রাও গারুর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর চলচ্চিত্র প্রতিভা এবং বহুমুখীনতার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি তাঁর মনোমুগ্ধকর অভিনয় দিয়ে প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের মুগ্ধ করেছিলেন। তিনি সমাজসেবার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”

 


SC/SB/AS


(रिलीज़ आईडी: 2144440) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam