স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

“বিচার ব্যবস্থায় আস্থার এক সোনালী বছর” উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের ভাষণ

Posted On: 01 JUL 2025 8:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ জুলাই, ২০২৫ 

 

নতুন ফৌজদারি আইনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত “বিচার ব্যবস্থায় আস্থার এক সোনালী বছর” শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। অনুষ্ঠানে দিল্লির উপ-রাজ্যপাল শ্রী ভি কে সাক্সেনা, মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা সহ স্বরাষ্ট্রমন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 


তাঁর ভাষণে শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু হওয়া তিনটি নতুন আইন সকলের পক্ষে গ্রহণযোগ্য ও সহজলভ্য হয়ে উঠবে। এই তিনটি আইন চালু হওয়ায় বিচার প্রক্রিয়া আরও সহজ, আরও ধারাবাহিক হবে এবং স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচারের ক্ষেত্রে এক সোনালী যুগের সূচনা হয়েছে। শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা আগামী দিনে এক নতুন যুগে প্রবেশ করবে বলে মন্তব্য করেন তিনি। 


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, নতুন আইনে কিছু প্রযুক্তিগত বিধান রাখা হয়েছে, যা কার্যকর হলে অপরাধীরা কোনওভাবেই শাস্তি এড়াতে পারবে না। এই তিনটি নতুন আইন পুরোপুরি কার্যকর করা হলে আমাদের দেশের বিচার ব্যবস্থা বিশ্বের মধ্যে সবচেয়ে আধুনিক রূপ পাবে বলে মন্তব্য করেন শ্রী শাহ। 
তিনি জানান, বিশ্বের প্রায় ৮৯টি দেশের বিচার ব্যবস্থা খতিয়ে দেখে এবং প্রযুক্তির বিধানের মাধ্যমে এই নতুন আইনগুলি প্রণয়ন করা হয়েছে। সেইসঙ্গে, এই আইনগুলি প্রণয়নের সময় ভারতীয় প্রেক্ষাপটের কথাও মাথায় রাখা হয়েছে।

 শ্রী শাহ বলেন, ভারতের ন্যায় যাত্রার পথে এই আইনগুলি এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, ৭ বছর বা তার বেশি মেয়াদের শাস্তির ক্ষেত্রে প্রতিটি অপরাধে ফরেন্সিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। 
শ্রী শাহ জানান, গত এক বছরে প্রায় ১৪ লক্ষ ৮০ হাজার পুলিশ কর্মী এবং ৪২ হাজার কর্মী কারাগারগুলিতে মোতায়েন করা হয়েছে। নতুন আইনে যে সব ফাঁক রয়েছে, শলাপরামর্শের মাধ্যমে সেগুলি দূর করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, নতুন আইনের সফল ও কার্যকর রূপায়ণের ক্ষেত্রে নিজেদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষের সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর এই আইন প্রণয়নকে সবচেয়ে বড় সংস্কার হিসেবে চিহ্নিত করেন তিনি। 

 

 

SC/MP/SB


(Release ID: 2141545)