রাষ্ট্রপতিরসচিবালয়
ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি
Posted On:
30 JUN 2025 12:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ উত্তরপ্রদেশের বেরিলিতে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট (আইভিআরআই)-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি বলেন, ‘ঈশ্বভাস্যম ইদম সর্বম’ অর্থাৎ, জগৎসংসারে যা কিছু জীবন্ত, সেখানেই ঈশ্বরের অবস্থান - আমাদের সাংস্কৃতিক চেতনা এই মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রাণীকূলের প্রতি ঈশ্বর এবং সাধকদের বিশ্বাস যুগ পরম্পরায় চলে আসছে।
রাষ্ট্রপতি বলেন, অরণ্য এবং বন্যপ্রাণের সঙ্গে সহাবস্থানের সম্পর্ক রয়েছে মানুষের। অনেক প্রাণী বিলুপ্তপ্রায় অথবা বিলুপ্তই হয়ে গেছে। ধরিত্রীর স্বাস্থ্যরক্ষায় এবং জীববৈচিত্র্য বজায় রাখতে এই জাতীয় প্রাণীকূলের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। মানুষের চিন্তা করার এবং অনুভবের যে শক্তি ঈশ্বর দিয়েছেন, তা সমস্ত জীবের কল্যাণেই ব্যবহৃত হওয়া উচিত। করোনা অতিমারী আমাদের সতর্ক করে দিয়েছে যে ভোগবাদের সংস্কৃতি মানবতার ক্ষেত্রেই বিপদ ডেকে আনবে তাই নয়, পরিবেশ ও অন্য জীবজগতের ক্ষেত্রেও তা বিপজ্জনক।
রাষ্ট্রপতি বলেন, ‘এক স্বাস্থ্য’-এর ধারণা বিশ্বজুড়ে আজ গুরুত্ব লাভ করছে। এই ধারণা হল মানব, গৃহপালিত পশু এবং বন্যপ্রাণ সহ বিস্তৃত পরিবেশ ও উদ্ভিদ পরস্পর নির্ভরশীল। পশুদের কল্যাণে আমাদের উদ্যোগী হওয়া দরকার। পশু থেকে মানুষে সংক্রামিত রোগ প্রতিরোধেও আইভিআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শ্রীমতী মুর্মু বলেন, পশুস্বাস্থ্য এবং তাদের ওষুধপত্রের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে প্রযুক্তি। দেশজুড়ে পশু-চিকিৎসা হাসপাতালগুলির সশক্তিকরণে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেনম এডিটিং, এমব্রায়ো ট্রান্সফার টেকনলজি, কৃত্রিম মেধা, বিগ ডেটা অ্যানালিসিস এক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। যে সমস্ত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, তার বিকল্প খোঁজার কথাও বলেছেন তিনি।
আইভিআরআই-এর ছাত্রছাত্রীদের প্রশংসা করে তিনি বলেন, নিরীহ ও নির্বাক পশুদের চিকিৎসায় নিজেদের নিয়োজিত করতে তাঁরা এই পেশা বেছে নিয়েছেন। জীবনে সংশয়ের মুখোমুখি হলে, তা থেকে মুক্তি পেতে এই নিরীহ প্রাণীদের কথা স্মরণ করার পরামর্শ দিয়েছেন তিনি। ছাত্রছাত্রীদের উদ্যোগপতি হয়ে উঠতে এবং পশু-বিজ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে স্টার্ট-আপ গড়ে তোলার জন্য পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির ভাষণটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jun/doc2025630579001.pdf
SC/AB/DM.
(Release ID: 2140751)