পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের পক্ষ থেকে ১৯তম পরিসংখ্যান দিবস উদযাপিত

Posted On: 29 JUN 2025 7:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুন, ২০২৫

 

পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশের অবদানকে স্মরণ করতে তাঁর জন্মদিন ২৯ জুনে ভারত সরকারের পক্ষ থেকে 'পরিসংখ্যান দিবস'  উদযাপিত হয়। এই দিবস উদযাপনের মূলগত উদ্দেশ্য হল, তরুণ প্রজন্ম সহ সাধারণ মানুষকে জাতীয় উন্নয়ন এবং নীতি রূপায়ণের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতন করা।

নতুন দিল্লিতে আজ ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ১৯তম পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। এবারের থিম - ‘জাতীয় নমুনা সমীক্ষার ৭৫ বছর’। এর মধ্য দিয়ে দেশের পরিসংখ্যান ব্যবস্থাতে জাতীয় নমুনা সমীক্ষার এক স্থায়ী পরম্পরার ওপর আলোকপাত করা হয়। 

অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ প্রতিমন্ত্রী শ্রী রাও ইন্দরজিৎ সিং বলেন, জাতীয় নমুনা সমীক্ষার ৭৫ বছর এবং পরিসংখ্যান দিবসের উদযাপন দ্বৈত মাইলফলক রচনা করেছে। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে একেবারে সময় ধরে পরিসংখ্যান ব্যবস্থায় এক রূপান্তর এসেছে। আধুনিক পদ্ধতির মাধ্যমে নমুনা সমীক্ষা ও পরিকাঠামো ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি, আন্তর্জাতিক মানের সঙ্গে সমতা বজায় রেখে সামগ্রিক বিষয়ের এক ঐক্যসাধন ঘটানো হয়েছে। রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে এক অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রক। পরিসংখ্যানবিদদেরকে তিনি জাতীয় দৃষ্টিভঙ্গী এবং স্বচ্ছ ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে জাতীয় পরিসংখ্যান দপ্তরের উন্নতিসাধনে প্রয়াসী হতে আহ্বান জানান।

মন্ত্রকের সচিব ডঃ সুভাষ গর্গ, জাতীয় নমুনা সমীক্ষার স্মরণীয় যাত্রাপথের কথা উল্লেখ করে আমাদের দেশে বিশ্বের সর্ববৃহৎ নির্ভরযোগ্য পরিসংখ্যান ব্যবস্থার পদ্ধতিগত বিবর্তনের ওপরও আলোকপাত করেছেন। সিএপিআই-এর মাধ্যমে তথ্য সংগ্রহ থেকে শুরু করে eSankhyiki পোর্টাল মারফৎ তা ভাগ করে দেওয়ার যে অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি হাতে নেওয়া হয়েছে তা বিশেষ সাড়া ফেলেছে। এর মাধ্যমে ১৩ কোটি ৫০ লক্ষেরও বেশি রেকর্ড ভাগ করে দেওয়া হয়েছে। 

ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন (এনএসসি)-র চেয়ারম্যান ডঃ রাজীবা লক্ষ্মণ করন্ডিকার ভারতীয় পরিসংখ্যান ব্যবস্থা এবং তাতে ডঃ প্রশান্ত চন্দ্র মহলানবিশের মূল্যবান অবদানের কথা তুলে ধরেন। সুষ্ঠু পরিচালন ব্যবস্থার ক্ষেত্রে জনসাধারণের বিশ্বাস অর্জনে পরিসংখ্যান সব সময়েই এক গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করে এসেছে বলে তিনি জানান।

 

SC/AB/DM.


(Release ID: 2140750)