আয়ুষ
বিশাখাপত্তনম থেকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
20 JUN 2025 5:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জুন, ২০২৫
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে জাতীয় এই কর্মসূচির নেতৃত্বে দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মূল উদযাপন স্থলে ৩ লক্ষের বেশি মানুষ অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন আয়ুষ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব এবং অন্ধ্রপ্রেদেশের মুখ্যমন্ত্রী শ্রী এন চন্দ্রবাবু নাইডু।
‘যোগ সঙ্গম’ উদ্যোগের আওতায় দেশের ১০ লক্ষের বেশি জায়গায় যোগ দিবস উদযাপন করা হবে। সকাল ৬:৩০ মিনিট থেকে সকাল ৭:৪৫ পর্যন্ত গণ অংশগ্রহণের মাধ্যমে যোগ দিবস উদযাপন করা হবে।
রাজ্যের ১ লক্ষের বেশি স্থানে ২ কোটির বেশি মানুষ যোগ দিবসে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। এই অনুষ্ঠানকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করতে উদ্যোগী হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। এছাড়া ৫০ লক্ষের বেশি অংশগ্রহণকারীকে অন্ধ্রপ্রদেশ সরকারের শংসাপত্র প্রদান করা হবে।
বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয় আজ সূর্য নমস্কার কর্মসূচির আয়োজন করেছিল। সেখানে প্রায় ২৫,০০০ আদিবাসী শিশু অংশ নেয়।
দিল্লিতেও যোগ দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর ১০৯টি জায়গায় যোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানটি হবে লালকেল্লায়।
যোগের উপকারিতা মানুষের কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সমস্ত গ্রাম প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন। দেশজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫-এর নজিরবিহীন সাড়া পাওয়া গেছে। ২১ জুনের অনুষ্ঠানের জন্য ১১ লক্ষ নথিভুক্তির লক্ষ্য স্থির করা হলেও 'যোগ সঙ্গম' অনুষ্ঠানে যোগদানের জন্য আয়ুষ মন্ত্রকের যোগ পোর্টালের মাধ্যমে ১১ লক্ষের বেশি সংগঠন এবং গোষ্ঠীর নাম নথিভুক্ত করা হয়েছে। এই যোগ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে ভারতীয় দূতাবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলি। গত ১০ বছর ধরে যোগ দিবস উদযাপনে অংশগ্রহণের ক্ষেত্রে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে – যোগ বিশ্বকে শুধুমাত্র ভারতের উপহার নয়, সেইসঙ্গে স্বাস্থ্যকর, সম্প্রীতিমূলক এবং সকলের ভবিষ্যতের জন্য সুস্থায়ী একটি পথ।
SC/MP/NS…
(रिलीज़ आईडी: 2138528)
आगंतुक पटल : 19