আয়ুষ
azadi ka amrit mahotsav

দেশ জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে গ্রাম পঞ্চায়েতগুলির উদ্যোগ

Posted On: 18 JUN 2025 7:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৫ 

 

আগামী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে গ্রাম পঞ্চায়েতগুলি বিশেষ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে লেখা এক চিঠিতে গ্রামাঞ্চলের নাগরিকদের এই দিনটি উদযাপনের জন্য উৎসাহিত করতে অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে বলেন, যোগ’কে জীবনের অঙ্গ হিসেবে গড়ে তুলতে পঞ্চায়েত প্রধানদের সক্রিয় হওয়া প্রয়োজন। পঞ্চায়েতগুলি প্রধানমন্ত্রীর চিঠি পাওয়ার পর, আন্তর্জাতিক যোগ দিবসকে গ্রামস্তরে জনআন্দোলনে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ যোগ অধিবেশন সহ স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পঞ্চায়েত ভবন সহ বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 
প্রধানমন্ত্রী বলেন, যোগ দিবস আজ বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে গত এক দশক ধরে যোগাভ্যাসকে পুনরুজ্জীবিত করতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার সফল বাস্তবায়ন প্রতিফলিত হচ্ছে। “যোগ আজ শুধু ভারতে নয়, সারা বিশ্ব জুড়ে মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে, যা অত্যন্ত গর্বের বিষয়”। এ বছরের যোগ দিবসের মূল ভাবনা “এক বিশ্ব, এক স্বাস্থ্যের জন্য যোগ”। অর্থাৎ, যোগাভ্যাসের মাধ্যমে মানুষের শারীরিক উন্নতির পাশাপাশি মানবজাতির মধ্যে ঐক্যবোধ গড়ে তোলা, পরিবেশের সঙ্গে সম্প্রীতির এক অবস্থান গড়ে তোলা এবং বিশ্ববাসীর কল্যাণের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রী মোদী যোগকে “আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ” বলে অভিহিত করেছেন। এর মধ্য দিয়ে শরীর ও মনের মধ্যে সমতা বজায় থাকে। প্রত্যেকে এক সর্বাঙ্গীন শান্তিপূর্ণ জীবনযাপনে এগিয়ে চলেন।
শ্রী মোদী বলেন, যোগ, উন্নত ভারত গঠনে সর্বাঙ্গীন প্রয়াস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, যোগাভ্যাসের মাধ্যমে নাগরিকরা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হন। প্রধানমন্ত্রী গ্রাম পঞ্চায়েত প্রধানদের অনুরোধ করেছেন, যোগ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যাতে শিশু, যুবক-যুবতী, মহিলা এবং প্রবীন নাগরিকরা অংশ নিতে পারেন, সেটি সুনিশ্চিত করতে হবে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি বাড়িতে যোগাভ্যাস গড়ে উঠবে এবং প্রত্যেকে তাঁদের দৈনন্দিন জীবনে যোগাসন করবেন। 
আয়ুষ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব গ্রাম পঞ্চায়েতগুলির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় গ্রাম পঞ্চায়েতগুলি স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। তাঁর আন্তরিক আহ্বানে সাড়া দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস প্রকৃত অর্থে এক জনআন্দোলনে পরিণত হয়েছে, যেখানে ভারতের বিভিন্ন গ্রামে যোগকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে তোলা হয়েছে। তৃণমূল স্তরের এই উদ্যোগগুলি যোগের মাধ্যমে সর্বাঙ্গীন স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে জনসাধারণের অঙ্গীকার এবং নিবিড় সাংস্কৃতিক যোগাযোগের বিষয়গুলিকে প্রতিফলিত করে। 
প্রধানমন্ত্রীর চিঠি পাওয়ার পর, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানরা জানান, তাঁরা শ্রী মোদীর আহ্বানে অনুপ্রাণিত হয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করছেন।

 

SC/CB/SB…


(Release ID: 2137602)