প্রধানমন্ত্রীরদপ্তর
জি-৭ শীর্ষ বৈঠকের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে একান্ত বৈঠক প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
18 JUN 2025 8:02AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৫
আলবার্তার কানানাস্কিসে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ বৈঠকের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়ে দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে এই প্রথম বৈঠক করলেন শ্রী মোদী। তাঁদের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হয়। সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রেখে পারস্পরিক সম্পর্ক মজবুত করার ওপর জোর দেন দুই রাষ্ট্রনেতা।
পরিবেশ বান্ধব শক্তি, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, এলএনজি, খাদ্য সুরক্ষা, বিরল খনিজ সম্পদ, উচ্চশিক্ষা এবং সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার মতো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তাঁরা। সর্বাত্মক আর্থিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ)-র পথ সুগম করতে থমকে থাকা আর্লি প্রোগ্রেস ট্রেড এগ্রিমেন্ট (ইপিপিএ) নিয়ে ফের কথাবার্তা শুরুর ওপর জোর দেন তাঁরা।
দুই নেতাই জি-৭ শীর্ষ বৈঠকের গুরুত্ব স্বীকার করে নেন। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পদক্ষেপ, অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি এবং ধারাবাহিক উন্নয়নের মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে বিশ্বজুড়ে গঠনমূলক ইতিবাচক আবহ গড়ে তোলার ইচ্ছাপ্রকাশ করেন।
বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার ব্যাপারে সহমত প্রকাশ করেন দুই নেতা।
SC/MP/NS
(रिलीज़ आईडी: 2137120)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam