আয়ুষ
আন্তর্জাতিক যোগ দিবসের জন্য প্রস্তুত হচ্ছে বিশাখাপত্তনম : উচ্চ পদস্থ আধিকারিকরা মূল বিষয়গুলি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন
Posted On:
15 JUN 2025 1:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জুন, ২০২৫
আন্তর্জাতিক যোগ দিবসের এক দশক পূর্তি উপলক্ষ্যে প্রস্তুতি চলছে জোর কদমে। একাদশ সংস্করণের জন্য মূল আয়োজন করা হচ্ছে বিশাখাপত্তনম শহরটিকে। এর প্রস্তুতি খতিয়ে দেখতে আয়ুষ মন্ত্রক ও অন্ধ্রপ্রদেশ সরকারের উচ্চ পদস্থ আধিকারিকরা একটি পর্যালোচনা বৈঠক করেন। এই পর্যালোচনা বৈঠক এমন এক সময়ে হ’ল, যখন দেশের সকল ব্যক্তির কাছে যোগ ব্যায়াম পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর আবেদনের পর সমগ্র দেশে এই যোগ দিবস নিয়ে প্রস্তুতি চলছে।
আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কৌটেচা ও অন্ধ্রপ্রদেশ সরকারের বিশেষ মুখ্যসচিব শ্রী কে বিজয়ানন্দের পৌরোহিত্যে এই পর্যালোচনা বৈঠক হয়। আয়ুষ মন্ত্রকের যুগ্মসচিব শ্রীমতী মোনালিসা দাস সহ অন্যান্য আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই দলটি যোগ দিবসের মূল স্থান আর কে সমুদ্রতট, ঋষিকোন্ডা সমুদ্রতট, অন্ধ্র বিশ্ববিদ্যালয় এবং জিআইটিএএম বিশ্ববিদ্যালয় ঘুরে দেখে।
পর্যালোচনা বৈঠকে যোগ দিবসের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিকাঠামো, জনঅংশীদারিত্ব এবং সবরকম সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ও সম্প্রদায়কে সুস্থতার জন্য একত্রিত করার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন, তার বাস্তবায়নের কাজ চলছে দ্রুতগতিতে।
বিশাখাপত্তনমে যোগ দিবস অনুষ্ঠানে প্রায় ৫ লক্ষ মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। যোগ ব্যায়ামকে সকলের জীবনের অংশ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার এ এক অনন্য নজির।
অন্ধ্রপ্রদেশ সরকার যেভাবে কাজ করে চলেছে, তার প্রশংসা করেছে আয়ুষ মন্ত্রক। ২১ জুন তারিখটি যত এগিয়ে আসছে, বিশাখাপত্তনম ততো এই অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে উঠছে।
SC/PM/SB…
(Release ID: 2136579)