প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা মন্ত্রী বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টজয়ী ৫ জন ছেলে ও ৫ জন মেয়ের এনসিসি দলকে সংবর্ধনা দিয়েছেন

Posted On: 12 JUN 2025 1:29PM by PIB Kolkata

নতুন দিল্লি ১২ জুন ২০২৫ 

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ১২ জুন ২০২৫-এ মাউন্ট এভারেস্টজয়ী ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)-র পর্বত অভিযাত্রী দলকে সংবর্ধনা দিয়েছেন। গড় ১৯ বছর বয়সী ৫ টি ছেলে এবং ৫ টি মেয়ের এই দল ১৮ মে ২০২৫-এ মাউন্ট এভারেস্ট জয় করে। কর্নেল অমিত বিস্ত-এর নেতৃত্বে দলের তাজা সাহস, উদ্দীপনা এবং দেশপ্রেমকে সম্মান জানিয়ে তিনি ১০ লক্ষ টাকার চেক উপহার দিলেন কোনোরকম আহত হওয়ার ঘটনা ছাড়াই অতি প্রতিকূল পরিবেশেও এই সাফল্য অর্জনের জন্য।
নতুন দিল্লির সাউথ ব্লকে আয়োজিত অনুষ্ঠানে ক্যাডেটরা তাঁদের অভিযানের অভিজ্ঞতা ভাগ করে নেন। কঠোর প্রশিক্ষণ, নিখুঁত পরিকল্পনা এবং যেসব সমস্যায় পড়তে হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানান। প্রতিরক্ষা মন্ত্রী ওই দলকে সাহস, শৃঙ্খলা, দৃঢ়তা এবং শান্ত থাকার পরীক্ষায় অনায়াসে সফল হওয়ার জন্য অভিনন্দন জানান।

তরুণ প্রজন্মের কাছে এই ক্যাডেটরা অনুপ্রেরণার উৎস জানিয়ে শ্রী রাজনাথ সিং বলেন যে, এই অভিযানের সঙ্গে সঙ্গে সাহসী ক্যাডেটরা এই বার্তা পাঠিয়েছে যে, বিশ্বের সর্বোচ্চ শিখরও এদেশের তরুণদের কাছে অজেয় নয়। তিনি বলেন যে, তাঁর বিশ্বাস, এই ক্যা়ডেটরা যেভাবে মাউন্ট এভারেস্ট আরোহণ করার সময় সাহস এবং নিষ্ঠা দেখিয়েছে, সেভাবেই ভবিষ্যতের সমস্যাগুলি থেকেও তারা উত্তীর্ণ হবে।
ক্যাডেটদের মধ্যে দেশের জন্য গর্বের ভাব প্রোথিত করার পাশাপাশি এনসিসি যেভাবে তাদের শারীরিক, মানসিক এবং অনুভুতিকে শক্ত হতে এবং তাদের সামাজিক দক্ষতা বাড়াতে চেষ্টা করেছে, তাকে স্বীকৃতি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি ক্যাডেটদের পরিবার-পরিজনেরও প্রশংসা করেন, যারা এই উদ্যোগে তাদের সমর্থন জানিয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিসি-র ডিজি লেঃ জেনারেল গুরবীরপাল সিং। 

২০১৩ এবং ২০১৬-র পর এটি এনসিসি-র তৃতীয় সফল এভারেস্ট অভিযান। অভিযাত্রী দলে ছিলেন ১০ জন ক্যাডেট, একদল অফিসার, জুনিয়ার কমিশন্ড অফিসার, ইনস্ট্রাকটর এবং নন কমিশন্ড অফিসার। দলে ছিলেন সুবেদার মেজর বলকর সিং। ভারতীয় সেনাবাহিনীর প্রথম সুবেদার মেজর যিনি মাউন্ট এভারেস্টে উঠলেন। দলের সবচেয়ে তরুণ ক্যাডেটের বয়স মাত্র ১৬ বছর।    
২০২৫-এর ৩ এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই অভিযানের সূচনা করেন। অভিযান চলাকালীন এই দল কঠোরভাবে মান্য সুরক্ষাবিধি এবং নিয়মনীতির অনুসরণ করেছে। প্রতিটি স্তরে সকল সদস্যের সুস্থতা নিশ্চিত করেছে। 

 

SC/AP/CS


(Release ID: 2135953)