মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
ঝাড়খন্ড, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের ৭ জেলা জুড়ে রেলের ২ টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
प्रविष्टि तिथि:
11 JUN 2025 3:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জুন , ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ রেলের ২টি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে মোট ৬,৪০৫ কোটি টাকা। এর ফলে রেলপথের দৈর্ঘ্য ৩১৮ কিলোমিটার বেড়ে যাবে।
এর একটি হল কোডারমা – বরকাকানা অংশের ১৩৩ কিলোমিটার রেলপথকে ডাবল লাইনের করা। ঝাড়খন্ডের ওই অঞ্চলটিতে প্রচুর কয়লা খনি রয়েছে। তাছাড়া পাটনা এবং রাঁচির সংযোগকারী সবচেয়ে কম দৈর্ঘ্যের রেলপথ এটি।
অন্যটি কর্ণাটকের বল্লারি ও চিত্রদুর্গ জেলা এবং অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার ১৮৫ কিলোমিটার রেলপথের মাল্টি ট্র্যাকিং প্রকল্প।
এই প্রকল্পগুলি রেল পরিষেবা উন্নত করার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করবে। কর্মসংস্থানে গতি এনে এলাকার মানুষজনকে করে তুলবে আরও আত্মনির্ভর।
উল্লেখ্য, এই প্রকল্পগুলি পিএম গতিশক্তি জাতীয় মহাপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ -যেখানে যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের কথা বলা হয়েছে।
SC/ AC /SG
(रिलीज़ आईडी: 2135681)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam